ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

কুয়েট শিক্ষার্থীদের পাশে হাসনাত আব্দুল্লাহ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৪:৩৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট।

মঙ্গলবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন। 

এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করার পরিণতি কি হতে পারে, তা চব্বিশের জুলাইয়ে দেখেছে বাংলাদেশ।

 

তিনি জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী আচরণের কথা মনে করিয়ে দিয়ে লেখেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা এমন ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না। 

পোস্টের শেষে তিনি লেখেন, কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করুন।