বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৭:১৬ পিএম

ক্লাসে লুঙ্গি-গেঞ্জি স্বাভাবিকীকরণের দাবিতে ঢাবি শিক্ষার্থীর অনশন

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৭:১৬ পিএম

ক্লাসে লুঙ্গি-গেঞ্জি স্বাভাবিকীকরণের দাবিতে ঢাবি শিক্ষার্থীর অনশন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি-গেঞ্জিকে শ্রেণিকক্ষে স্বাভাবিকীকরণের দাবিতে একক প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে তার এ কর্মসূচির চিত্র দেখা যায়।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে আরামদায়কভাবে বসা কঠিন হয়ে পড়ে। ঘামে পোশাক ভিজে যায়, অস্বস্তি বাড়ে। তার ওপর বিদ্যুৎ ঘাটতির সময় শ্রেণিকক্ষ যেন ফার্নেসে পরিণত হয়।’

তিনি আরও বলেন, ‘প্রেজেন্টেশন বা ভাইভার মতো সময়ে শিক্ষার্থীদের ‘ইংরেজ বাবু’ সাজতে হয়, এটা এক ধরনের সাংস্কৃতিক দেউলিয়াত্ব। ইউরোপ-আমেরিকার সঙ্গে আমাদের জলবায়ু, সংস্কৃতি এবং জীবনধারা ভিন্ন। সেই অনুযায়ী পোশাকেও ভিন্নতা থাকা উচিত। শার্ট-প্যান্ট বাধ্যতামূলক করার সংস্কৃতি আসলে ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন, যা আমরা আজও বহন করে চলেছি।’

নিজের সাংস্কৃতিক অধিকার সামনে রেখে আসিফ বলেন, ‘লুঙ্গি-গেঞ্জি বাঙালির সংস্কৃতির অংশ। যারা প্যান্ট পরতে চায় তারা পরুক, কিন্তু কেউ লুঙ্গি-গেঞ্জি পরতে চাইলে তারও স্বাধীনতা থাকা উচিত। আমি চাই, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে এমন পোশাক পরার অধিকার পাক, যা আমাদের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে মানানসই।’

তার এ ব্যতিক্রম কর্মসূচি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার দাবিকে সাংস্কৃতিক আত্মপরিচয় রক্ষার অংশ হিসেবে দেখছেন।

Link copied!