ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মেট্রোরেলের একক যাত্রায় চালু হচ্ছে কাগজের টিকিট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:২২ এএম

মেট্রোরেলের একক যাত্রায় চালু হচ্ছে কাগজের টিকিট

ছবি: সংগৃহীত

মেট্রোরেলে যাত্রীসেবার উন্নয়নে একক টিকিট সংকট কাটাতে যাত্রা টিকিটের পরিবর্তে আসছে কিউআর কোড ভিত্তিক টিকিটিং বা কাগজের টিকিট।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশের পাঠকদের উদ্দেশ্যে ডিএমটিসিএলের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো।

একটি বিশেষ ঘোষণা। 
ডিএমটিসিএল এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যাত্রীবৃদ্ধি পাওয়ার কারণে  চাহিদা মতে গুরুত্বপূর্ণ  যাত্রীবহুল মেট্রো স্টেশনসমূহে সিঙ্গেল জার্নি টিকেট ইস্যু করতে অধিক সময় লাগছে। এছাড়া সিঙ্গেল জার্নি টিকেট নির্দিষ্ট স্লটে জমা না পাওয়ায় এবং যৌক্তিক কারনে বেশ কিছু টিকিটের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে । এ সমস্যার সমাধানে দ্রুত  সিঙ্গেল জার্নি টিকিট সংগ্রহ করা হচ্ছে। এছাড়া বিকল্প পদ্ধতি কিউ আর কোড চালুর  মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে।

আশা করা যায়, ডিসেম্বর ২০২৪ এর শেষ নাগাদ পরিস্থিতির উন্নতি হবে। সম্মানিত যাত্রীগণের  সাময়িক এ অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ  আন্তরিকভাবে  দুঃখ প্রকাশ করছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে স্টেশনে আসার জন্য সম্মানিত যাত্রীগণকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

 

আরবি/জেআই

Link copied!