অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলার সমালোচনা করে বলেছেন, “আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে এবং হাসিনার একনায়কতন্ত্রবাদকে ‘স্বাভাবিক’ করার উদ্যোগ নিয়েছে।”
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
![](https://www.rupalibangladesh.com/media/imgAll/2024August/67a317c90eb0c-BBC-bangla.jpg)
তিনি আরও দাবি করেছেন, যখন সংবাদমাধ্যমটি শেখ হাসিনার বিষয়ে কিছু লেখে, তখন ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেওয়া হয়।
শফিকুল আলম লিখেছেন, “মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে।”
![](https://www.rupalibangladesh.com/media/imgAll/2024August/67a3168cd6255-shafiqul.jpg)
তিনি গতকাল প্রকাশিত এক প্রতিবেদনের বিষয় উল্লেখ করে লেখেন, ‘বিবিসি বাংলা বলেছে যে শেখ হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন।’
এসময় শফিকুল আলম এটিকে “বাংলার কসাইয়ের” জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :