যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় তার ব্যক্তিগত চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার ফল পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন। প্রখ্যাত লিভার ও ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। এদিকে শাশুড়ির জন্য বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যাচ্ছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
লন্ডন ক্লিনিকে ভর্তির পর খালেদা জিয়ার বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন বিদেশি চিকিৎসকরা। তার স্বাস্থ্য তথ্য জেনে প্রথম দিনই করা হয় পরীক্ষা-নিরীক্ষা। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কিছু ফল আজ পাওয়া যাবে বলে জানিয়েছেন সফরে থাকা খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। রূপালী বাংলাদেশকে তিনি বলেন, গতকাল বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সব রিপোর্ট পাওয়ার পর আমাদের কিছু দায়িত্ব রয়েছে আমরা তা পালন করব।
ড. এনামুল হক চৌধুরী বলেন, চিকিৎসকের পরামর্শে বাসা থেকে খাবার তৈরি করে হাসপাতালে নিয়ে গেছেন পুত্রবধূ ডা. জুবাইয়ার রহমান। বুধবার রাতেও শাশুড়ির জন্য বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গেছেন জুবাইদা রহমান। চিকিৎসকের অনুমতি নিয়ে রাতে হাসপাতালে ছিলেন তিনি। হাসপাতালে আছেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরাও। আছেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘ সাড়ে ৭ বছর পর ছেলে-ছেলে বউ-নাতনিকে কাছে পেয়ে মানসিকভাবে বেশ ভালো আছেন বলে জানিয়েছে সফরে থাকা একটি সূত্র।
সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকা ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন রূপালী বাংলাদেশকে বলেছেন, আপনারা নিশ্চয়ই জানেন লন্ডনে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। বুধবার আমাদের সঙ্গে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের একটি বৈঠক হয়েছে। অধ্যাপক প্যাট্রিক কেনেডির সঙ্গে বাংলাদেশ থেকে আসা আমাদের চারজন চিকিৎসক ছিলেন। আমরা গত ৫-৬ বছর খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা পদ্ধতি নিয়ে তাদের বুঝিয়ে দিয়েছি। তারা সবকিছু বুঝে নিয়েছেন। সেই অনুযায়ী তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। যেসব পরীক্ষা-নিরীক্ষা হয়েছে তার রিপোর্ট পেলে সিদ্ধান্ত হবে কীভাবে কোথায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খালেদা জিয়া বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে অন্তত ১৫ বার ভর্তি হয়ে নিয়েছেন চিকিৎসা। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডনে পৌঁছার পর মাকে হাসপাতালে নিয়ে যান জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মা খালেদা জিয়া পুত্র তারেক রহমানের সঙ্গে হাসপাতালে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলেন। লন্ডন ক্লিনিকে ব্রিটেনের রাজ পরিবারের সদস্যদের চিকিৎসা দেওয়া হয়।
২০১৭ সালের ১৫ জুলাই চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া। এরপর সাড়ে ৭ বছর পর এবারও মাকে নিয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসকের কাছে যান পুত্র তারেক রহমান।
আপনার মতামত লিখুন :