ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

আরও ৫ বিমানবন্দরে শমীর লাউঞ্জ বাণিজ্য

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৫:৩৪ পিএম

আরও ৫ বিমানবন্দরে শমীর লাউঞ্জ বাণিজ্য

শমী কায়সার। ছবি: সংগৃহীত

*শমীর কারণে সংসার ভাঙল সদস্য জিয়ার


আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অভিনেত্রী শমী কায়সারের আরও ৫ বিমানবন্দরে কয়েক কোটি টাকার পাঁচটি লাউঞ্জের সন্ধান পাওয়া গেছে। এসব লাউঞ্জের বরাদ্দ অন্তর্বর্তী সরকারের আমলেও নবায়নের প্রক্রিয়া চলছে।

বেবিচকের সদস্যের (অপস) আশীর্বাদপুষ্ট ডিডি সাধন কুমার এই নবায়ন প্রক্রিয়ায় জড়িত বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাকে চট্টগ্রাম বিমানবন্দরে বদলি করা হয়।

কিন্তু বদলি হওয়া সদস্য (অপস) এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

বেবিচক থেকে বদলির প্রায় পনেরো দিন পরও ওই সদস্য এখনো বেবিচক না ছেড়ে তিন দিনের ছুটিতে গেছেন।

ঢাকার বাইরে যেসব বিমানবন্দরে শমী কায়সারের লাউঞ্জ রয়েছে সেগুলো হলো: চট্টগাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর ও সৈয়দপুর। সাবেক সচিব মহিবুর রহমান এবং একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সহায়তায় এ লাউঞ্জগুলো বরাদ্দ দেয় বেবিচক।

এদিকে বেবিচকের সাবেক ফ্লাইট স্ট্যান্ডার্ড রেগুলেশনের (এফএসআর) পরিচালক পরবর্তীতে সদস্য গ্রুপ ক্যাপ্টেন অরসরপ্রাপ্ত জিয়াউল কবীরের সঙ্গে শমীর বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। শমীকে নিয়ে বিভিন্ন সময়ে তিনি লংড্রাইভে চলে যেতেন বলেও বেবিচকে গুঞ্জন রয়েছে। শমীর সঙ্গে এই বিশেষ সম্পর্কের কারণে জিয়ার সংসার ভেঙে যায় বলেও চাউর রয়েছে। গ্রুপ ক্যাপ্টেন জিয়াউল কবীর একটানা দশ বছর বেবিচকে এফএসআরের দায়িত্ব পালন করেন।

এই সময়ের মধ্যে শমীর সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। সর্বশেষ জিয়া শাহীন কলেজ থেকে অবসরে যান।

আরবি/জেডআর

Link copied!