ঢাকা: অন্তর্বর্তী সরকারে সঙ্গে বিভিন্ন আর্থিক চুক্তির অনুমোদন দিয়েছে বিশ্বের শীর্ষ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো। ঋণচুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৬ হাজার মিলিয়ন ডলার ঋণ বেশ অগ্রসরমান রয়েছে। তার মধ্যে ১৫ মিলিয়ন ডলার অর্থায়ন প্রক্রিয়ায়। বাংলাদেশ ব্যাংক ‘রিকুজিশন দিলেই এডিবির অর্থ ছাড় দেওয়া হবে’।
অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি থেকে ২০ মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট অ্যাগ্রিমেন্টের (ডিওএজি) আওতায় বাংলাদেশকে ২০২ দশমিক ২৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে। তার মধ্যে ২০ মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে, বলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ একটি সূত্র মঙ্গলবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, গভর্নর ড. আহসান এইচ মনসুর ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেন বিশ্বের উন্নয়ন অংশীদার প্রতিষ্ঠানগুলো। বৈঠক শেষে বিশ্বব্যাংক, এডিবি, ইউএসএআইডি ও আইডিবির প্রতিনিধিদল বিপুল পরিমাণ ঋণের প্রতিশ্রুতি দেয়। উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সেই প্রতিশ্রুতির ঋণ আগামী ডিসেম্বর মাসে তাদের বোর্ডে উপস্থাপন করা হবে। তারপর উন্নয়ন সহযোগিতার অর্থায়ন পাবে বাংলাদেশ।
ঋণপ্রাপ্তি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা রূপালী বাংলাদেশকে বলেন, এডিবির ১৫ মিলিয়ন ডলার অর্থায়ন প্রক্রিয়ায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক রিকুজিশন দিলেই এডিবি অর্থ ছাড় দেবে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক নয়, সরকারের সঙ্গে চুক্তির আওতায় ইউএসএআইডি থেকে ২০ মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :