স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে গতকাল পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কলেজ গেটের সামনের সড়ক অবরোধ করেন তারা।
এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে ৪টার দিকে সড়কের পাশাপাশি রেললাইনও অবরোধ করেন তারা।
এতে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় রেল চলাচলও। রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
এদিকে তিতুমী র কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে শুরু হওয়া এই বৈঠক এই রিপোর্ট লেখা পর্যন্ত শেষ হয়নি।
বৈঠকে তিতুমীর কলেজের অধ্যক্ষসহ তিন অধ্যাপক, শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা এবং গুলশান জোনের উপপুলিশ কমিশনারসহ তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ১২ শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।
তারা বিশ্ববিদ্যালয়ের যৌক্তিকতা নিয়ে নানা দেনদরবার করছেন বলে জানিয়েছে উপস্থিত একটি সূত্র।
দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।
এর আগে শনিবার এক সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সোমবার বেলা ১১ থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি’ কর্মসূচি পালন করা হবে।
তবে মহাখালী, আমতলী, রেলগেট ও গুলশান লিংক রোড এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে ওই সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। এরপর তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মহাখালী অবরোধ করে।
টানা ৩ ঘণ্টা বন্ধ মহাখালী সড়ক ও রেলপথ, তীব্র ভোগান্তি: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে রেললাইন ও সড়কপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এদিন বিকেল থেকে মহাখালী রেল ক্রসিং অবরোধ করে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।
এদিকে ফ্লাইওভার ব্যবহার করে কিছু যানবাহন চলাচল করলেও ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী অধিকাংশ মানুষ।
এর আগে বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিংয়ে এসে সড়কপথ ও রেলপথ অবরোধ করে দেন তারা।
সরেজমিন দেখা গেছে, আন্দোলকারীরা মহাখালী রেল ক্রসিংয়ের ওপর অবস্থান নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে স্লোগান দিতে থাকেন।
এ সময় তাদের মধ্যবর্তী স্থানে রেখে চারদিকে পুলিশ সদস্যদের ঘিরে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে।
এতে সাধারণ মানুষকে হেঁটে আন্দোলনরত স্থান পাড়ি দিতে দেখা গেছে। একই সঙ্গে শ্যমলী, ফার্মগেটের দিক থেকে আসা গাড়ি মহাখালী রেলক্রসিংয়ের আগ থেকে ইউটার্ন নিতে দেখা গেছে। ফলে সাধারণ মানুষ দীর্ঘ পথ হেঁটে এসে উঠছেন গাড়িতে।
এ ছাড়া উত্তরাগামী গণপরিবহনগুলোকে ফ্লাইওভার ব্যবহার করতে দেখা যায়। মহাখালী চেয়ারম্যান বাড়ি থেকে হেঁটে রেলগেটে এসেছেন বেসরকারি চাকরিজীবী শাহদাত হোসেন।
তিনি বলেন, প্রতিদিন এত এত আন্দোলনে আমরা অতিষ্ঠ। প্রতিটা দিন এই আন্দোলনের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায়ই কেটে যাচ্ছে।
এভাবে কি কোনো দেশ চলতে পারে?
তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন: মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন অবরোধে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গতকাল সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেল ক্রসিং অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বিকাল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং আসেন তারা।
শিক্ষার্থীদের ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, আনা হয়েছিল জলকামান: শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে সতর্ক ছিল পুলিশ সদস্যরাও। মহাখালীর আমতলী মোড়ে আনা হয়েছিল জলকামান।
সরেজমিনে দেখা গেছে, রেললাইনের ওপর বসে আছেন ২০-৩০ জন শিক্ষার্থী। এর পাশে দাঁড়িয়ে আছেন আরও শতাধিক শিক্ষার্থী।
আর শিক্ষার্থীদের চারপাশ ঘিরে পুলিশ, ডিবি, বিজিবি এবং এবিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন। এর পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে জলকামান। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সুখবর দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গেল কিছুদিন ধরেই অনশন ও আন্দোলন করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
যদিও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তবে এবার সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের সুখবর দিয়েছেন।
তিনি জানিয়েছেন, তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান।
তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান উল্লেখ করে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ‘হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে সেই প্রক্রিয়া চলমান। আমি বলবো তিতুমীর কলেজের শিক্ষার্থীদেরও ধৈর্য ধারণ করার জন্য এবং তাদের শিক্ষা জীবন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল।
কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না।’ শিক্ষার্থীদের জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বারাসাত ব্যরিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ এ শাটডাউন ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অব্যাহত থাকবে। এবং অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হলো।
সোমবার থেকে ক্লাস-পরীক্ষা এমনকি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমীরে কেউ ঢুকতে পারবে না।
আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি শিক্ষার্থীদের: শিক্ষার্থীদের দাবি, রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছে। কিন্তু রাষ্ট্র বারবার দ্বিচারিতা করছে। সেজন্য অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজে শাটডাউন ঘোষণা করা হচ্ছে। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে এরপর আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই।
লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘তারা (তিতুমীর কলেজের শিক্ষার্থী) তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। দিনের পর দিন কিন্তু তাদের এ দাবি-দাওয়া বেড়েই চলছে।
এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু আপনারা প্রচার করেন না।’ কারা জড়িত, আমরা তো জানি না আপনি বলেন?
তখন উপদেষ্টা বলেন, ‘আমি কেন বলব, আপনারা জানেন না? যেটা আপনারা জানেন, সেটা কেন আমি বলব?’
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, আপনারা বলেন, ‘এই অবস্থায় আমার কি করা উচিত?
এটা শুধু আমার একার দায়িত্ব নয়, এটা দেশবাসী সবার দায়িত্ব। সচিব মহোদয় (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব) যা বলেছেন, সেটা আপনারা ভালোভাবে প্রকাশ করেন, জনগণই তাদের (তিতুমীরের শিক্ষার্থী) রেললাইন থেকে উঠিয়ে দেবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা (সাংবাদিক) বলেন, এই যে জনদুর্ভোগ হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে তারা রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে তাদের কর্তৃপক্ষের কাছে দাবি-দাওয়া পেশ করুক। তারা যাতে জনগণকে দুর্ভোগ না দেয়। তারা যাতে প্রোপার কর্তৃপক্ষের কাছে যায়, রাস্তাটা যাতে ছেড়ে দেয়, জনগণের যাতে কোনো ভোগান্তি সৃষ্টি না হয়।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আচরণ নীতিমালা থাকতে হবে: অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ প্রক্রিয়ায় সিট পাচ্ছেন শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আচরণগত নীতি থাকতে হবে। এটা অক্সফোর্ডের মতো হবে না। তবে শিক্ষার্থীদের আচরণ নীতিমালা থাকতে হবে’। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি কথা বলতে চাননি তিনি। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যায় ঘোষণার দাবির সময়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্স।
সড়ক অবরোধ করায় মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি শিক্ষার্থীদের নীতিগত দিক থেকেও দেখতে হবে বলেন উপদেষ্টা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দাবির পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, নীতিমালা অক্সফোর্ডের মতো হবে না। তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আচরণগত নীতিমালা থাকতে হবে।
পৃথিবী আর কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পলিটিক্স নেই: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় ঘোষণা দাবির পরিপ্রেক্ষিতে টাস্কফোর্সের সভাপতি কে এ এস মুর্শিদ বলেন, স্টুডেন্টদের কাজ এখন মহাখালী, শাহবাগে। তারা দাবি আদায়ের মিছিলে।
তার পলিটিক্স করবেন, তবে অন্যায়-অবিচার নিয়ে কথা বলবেন। তারা সোস্যাল ইস্যু নিয়ে, পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলবেন। সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় দাবির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, দক্ষিণ এশিয়া ছাড়া পৃথিবী আর কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট পলিটিক্স নেই।