এবার আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৪:২২ পিএম

এবার আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে এবার সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। অবরোধকারীরা বলেছেন, দাবি না মেনে নেয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না।

 শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর তিনটা থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানিয়েছেন।

 গত আগস্টে ক্ষমতা পালাবদলের পর অর্ন্তবর্তী সরকার দায়িত্ব নিলে ঢাকায় বিভিন্ন সংগঠন নানা দাবি নিয়ে রাজপথে নেমে আসে। প্রথম ছয় মাসেই অন্তত ১৮০ আন্দোলন হয়েছে।

এসব কর্মসূচির কারণে ঢাকার যানজট পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সবশেষ আজ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের সড়ক অবরোধে যানজট সৃষ্টি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!