ঈদের ছুটিতে রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও কমেনি অপরাধ। বিভিন্ন স্থানে ঘটেছে অপরাধের ঘটনা। ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ধর্ষণ, খুনসহ নানা অপরাধে জড়িয়েছে দুর্বৃত্তরা। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকলেও কিছু অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে ঈদ-পরবর্তী অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা বাড়িয়েছে তারা।
পুলিশের বিভিন্ন সূত্র জানায়, ঈদের ছুটির মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল আগের তুলনায় অনেক ভালো। ঈদের ছুটিতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে। পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দা সূত্র জানায়, এবার ঈদুল ফিতরের ছুটির মধ্যে সারা দেশে ৬৭টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে বেশির ভাগ হলো চুরি, ছিনতাই, ধর্ষণ, খুনের ঘটনা। তবে অধিকাংশ রাজনৈতিকভাবে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, ঈদের ছুটির ৯ দিনে রাজধানীর ৫০টি থানায় শতাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ এসেছে। এর মধ্যে শাহবাগ, রমনা, উত্তরা, ভাটারা, বাড্ডা, শ্যামলী, নিউমার্কেট, মিরপুর মডেল থানাসহ একাধিক থানায় এসব অভিযোগ আসছে বলে থানা ঘুরে ও সরেজমিনে পুলিশের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গোয়েন্দা পুলিশ বলছে, এবার চলমান ঈদের ছুটির মাঝেই রাজধানীজুড়ে ঘটেছে ছোট-বড় বেশ কিছু দুর্ঘটনা। গত ৩০ মার্চ রোববার থেকে ৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত ঈদের ছুটিতে মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়,
মোহাম্মদপুর ৪০ ফিট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন ফুডপান্ডার ডেলিভারিকর্মী, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজর ইমন, পল্লবীতে ৬১ চোরাই ল্যাফটপসহ গ্রেপ্তার ২, মিরপুরের দারুসসালাম ও মুগদা এলাকায় পৃথক দুই কিশোরীকে ধর্ষণের ঘটনা,
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, মতিঝিলে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত। ডেমরায় নারীকে বালিশচাপা দিয়ে হত্যা, ধলেশ্বরী নদীতে নৌকায় উচ্চৈঃশব্দে গান বাজিয়ে কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন ঘটনাবেশ আলোচিত হয়েছে।
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা: রাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক রামপুরা থানায় একটি অভিযোগ দায়ের করলে ৩ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ: রাজধানীর মিরপুরের দারুসসালাম ও মুগদা এলাকায় দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। পৃথক ঘটনায় পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই যুবককে গ্রেপ্তার করে থানা পুলিশ।
মুগদা মানিকনগর এলাকায় ধর্ষণের শিকার ১২ বছরের শিশু: মুগদা মানিকনগর এলাকায় ধর্ষণের শিকার হয়েছে ১২ বছরের শিশু। গত ২৮ মার্চ ১২ বছরের এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় জোরপূর্বক ধর্ষণ করে সাগর।
পরে শিশুটির বাবা অভিযোগ করলে সঙ্গে সঙ্গে সাগরকে গ্রেপ্তার করা হয়। দারুসসালাম থানার ওসি রাকিবুল হাসান জানান, ঈদের ছুটির মধ্যে বেশ কিছু অপরাধের ঘটনা ঘটেছে আমাদের থানা এলাকায়। এর মধ্যে রয়েছে চুরি ও ছিনতাই। তবে বড় ঘটনার মধ্যে আছে ধর্ষণ।
মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার যুবকের মৃত্যু: মিরপুরের পল্লবী এলাকার ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে গত রবিবার গভীর রাতে প্রাইভেট কার নিয়ে ছিনতাই করার সময় রিয়াদ হোসেন (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করে জনতা। এ সময় প্রাইভেট কারে থাকা অজ্ঞাতনামা আরও ২ ব্যক্তি পালিয়ে যায়।
পরে উত্তেজিত জনতার মারধরের একপর্যায়ে সেনাবাহিনীর একটি টহল টিম রিয়াদকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে রিয়াদ মারা যান।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলাটির তদন্তকার্যক্রম শুরু হয়েছে তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঈদের ছুটির আগে এবং পরে বেশ কিছু অপরাধের ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে থানা পুলিশ কাজ করছে।
শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালক: গত মঙ্গলবার সকালে শ্যামপুরের মীর হাজিরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজিচালক পান্নু মাতব্বর (৪০) গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা নগদ ২৬ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ছিনতাইকারীর কবলে ফুডপান্ডার ডেলিভারিকর্মী: একই দিন মঙ্গলবার মোহাম্মদপুর ৪০ ফিট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন ফুডপান্ডার ডেলিভারিকর্মী মানিক মিয়া। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজর: একই দিনে সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজর ইমন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ডিউটি শেষ করে গ্রামের বাড়ি বরিশাল যাওয়ার জন্য ভোরের দিকে সায়েদাবাদ রেল ক্রসিং পার হচ্ছিল ইমন। এ সময় ৪-৫ ছিনতাইকারী তার পথরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে বাধা দিলে তার কোমরের নিচে ছুরি মেরে পালিয়ে যায়।
ধলেশ্বরী নদীতে নৌকায় উচ্চৈঃশব্দে গান বাজিয়ে কিশোর গ্যাং সদস্যদের দেশীয় অস্ত্র প্রদর্শন: ধলেশ্বরী নদীতে নৌকার ওপর উচ্চৈঃশব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা। এ সময় সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান পরিচালনা করে গ্যাংয়ের ১৬ সদস্যকে গ্রেপ্তার করে।
ডেমরায় নারীকে বালিশচাপা দিয়ে হত্যা: ৩ এপ্রিল রাজধানীর ডেমরা এলাকার একটি বাসা থেকে মাহফুজা আক্তার লিপি নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে বলে জানিয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘এবারের ঈদে বাসাবাড়ি, বাজার, মার্কেট, মহাসড়কসহ বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিকারসহ সবাই মাঠে পেশাদারির সঙ্গে কাজ করছেন। এতে করে প্রায় সবখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছিল। সেই তুলনায় অপরাধ কম হয়েছে বলা যায়।
এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্টের পর দেশের অনেক থানায় লুট হয়। লুট হওয়া সব হাতিয়ার (অস্ত্র) এখনো উদ্ধার হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে বাহিনীগুলোর সরঞ্জাম ও সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যাতে করে স্বস্তিতে থাকতে পারে মানুষ, যেমনটা আমরা এবার ঈদে চেষ্টা করেছি মানুষের নিরাপত্তা দিতে, সেই তুলনায় মানুষ নিরাপত্তাও পেয়েছে অনেকটা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা মোটামুটি ‘স্যাটিসফাইড’। কিন্তু আরও উন্নতির অবকাশ রয়েছে। আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে। এ জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।’