ভর্তুকি কমিয়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো এবং পেট্রোলিয়াম পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমম্বয় করার কথা থাকলেও তা নিয়মিত করা হচ্ছে না।
তাই এই সমন্বয় যাতে আরও যুযোপযোগী করা যায় সেই বিষয়ে তাগিদ দিবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
আর বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের মধ্যে ব্যাংক খাতের খেলাপি ঋণ ৮ শতাংশের নিচে নামিয়ে আনা এবং মন্দ ঋণ অবলোপনের সময় কমিয়ে খেলাপি কমানোর উদ্যোগ কতটা কার্যকর হয়েছে তার ধারণাও নিবে আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থাটি।
আইএমএফের সঙ্গে বাংলাদেশের চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তি আগামী জুন মাসে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
সংস্কার বিষয়ে আইএমএফের বেঁধে দেওয়া শর্তের কতটা অগ্রগতি হয়েছে, তার মূল্যায়ন করবে আন্তর্জাতিক এই সংস্থা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং পেট্রোবাংলা একাধিক সূত্র থেকে রূপালী বাংলাদেশ এসব বিষয়ে নিশ্চিত হয়েছে।
৬ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই মিশনকালীন ৬৭টি মিটিং করছে অর্থনীতিবিদ ক্রিস পাপাগেওর্জিউর নেতৃত্বে ১৪ সদস্যর আইএমএফের মিশন। এর মধ্যে একজন ওয়াশিংটন থেকে অনলাইনে অংশগ্রহণ করছেন।
ভর্তুকি কমিয়ে আনেত পেট্রোলিয়াম পণ্যের জন্য একটি পর্যায়ক্রমিক সূত্রভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থা গ্রহণ করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তাই বাজেট ব্যবস্থাপনার উন্নয়নে অন্যান্য খাতে ভর্তুকি কমিয়ে আনার জন্যও বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ আইএমএফের।
সরকারের যুক্তি বিদ্যুতের দাম বাড়লে মূল্যস্ফীতিসহ উৎপাদন খরচ বেড়ে যায়। এর সঙ্গে খাদ্য নিরাপত্তার বিষয়টিও জড়িত। এ কারণে এমনভাবে বিদ্যুতের দাম বাড়ানো হবে যাতে মানুষের কষ্ট না বাড়ে।
এ মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি কমাতে পর্যায়ক্রমে এসবের দাম বাড়ানো হবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৬ সালের মধ্যে ব্যাংক খাতের খেলাপি ঋণ ৮ শতাংশে নিচে নামাতে যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে রয়েছে- মন্দ ঋণ অবলোপনের সময় কমিয়ে আনা এবং শতভাগ প্রভিশন রেখে এসব ঋণ অবলোপন করতে হবে।
এ ধরনের খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের এমডিদের সরাসরি তত্ত্বাবধানে আলাদা একটি ‘অবলোপনকৃত ঋণ আদায় ইউনিট’ কারা। ব্যাংকের এমডির কর্মমূল্যায়নে এই ইউনিনের সফলতা বিবেচনা করা হবে।
এ ধরনের ঋণ কেনার জন্য বেসরকারি এসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইন করা। এতে ব্যাংকের ব্যালেন্স শিট পরিষ্কার হবে।
আদায় না হলেও বিভিন্ন উপায়ে নিয়মিত দেখানো ‘স্ট্রেস অ্যাসেট’র বিপরীতে আয় দেখানো যাবে না। কেবল প্রকৃত আদায়ের বিপরীতে ব্যাংক আয় দেখাতে পারবে।
এ ছাড়া করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর কেন্দ্রীয় ব্যাংকের নীতি শিথিলতায় পরিশোধ না করলেও খেলাপি হচ্ছে না। এতে করে ঋণ পরিশোধের প্রবাহ কমে তারল্য সংকট তৈরি হয়েছে। আগামীতে আর এই সুবিধা না দেওয়ায় নগদ প্রবাহ বেড়ে তারল্য সংকট কমবে।
বর্তমানে একটি মেয়াদি ঋণ মেয়াদোত্তীর্ণ গণনার সময় ৬ মাস নির্ধারিত আছে। আন্তর্জাতিক চর্চার আলোকে এক্ষেত্রে আগের অন্য সব ঋণের মতো নিয়মে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরদিন থেকে হিসাব করা হবে।
এছাড়া বর্তমানে অর্থ ঋণ আদালতে ব্যাংকের আইন বিভাগকে শক্তিশালী করার মাধ্যমে এসব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা। পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে আদালতের বাইরে মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া।
রোডম্যাপে আরও বলা হয়েছে, ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা। ইচ্ছাকৃত খেলাপিদের নতুন জমি, বাড়ি গাড়ি কিনতে পারবে না। এমনকি নতুন ব্যবসাও খুলতে পারবেন না। আর খেলাপি ঋণ আদায় জোরদারে কর্মকর্তাদের উৎসাহ দিতে বিশেষ ভাতার ব্যবস্থা কর।
ভুয়া জামানত দিয়ে ঋণ নেওয়া ঠেকাতে ব্যাংকের নিজস্ব মূল্যায়নের পাশাপাশি তালিকাভুক্ত জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান থেকে মূল্যায়ন করা। এসব উদ্যোগের অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে আইএমএফ বিস্তারিত তথ্য যাচাই করবে।
আজ আইএমএফ যেসব বিষয় নিয়ে বৈঠক করতে তার মধ্যে রয়েছে- পেট্রোবাংলা এবং বিপিসির আর্থিক পরিস্থিতি এবং অর্থবছর ২৫ এবং অর্থবছর ২৬ এর জন্য আর্থিক প্রভাব।
বহিরাগত পরিশোধের বকেয়া (স্থিতি ও হ্রাসের পরিকল্পনা)। প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম পণ্যের দামের সাম্প্রতিক পরিবর্তন বনাম আমদানি মূল্য পেট্রোলিয়াম পণ্যের জন্য পর্যায়ক্রমিক সূত্রভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থার বাস্তবায়ন।
বিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম পণ্যের দাম সমন্বয়ের জন্য পরিকল্পনা এবং প্রক্রিয়া। পেট্রোলিয়াম পণ্যের জন্য পর্যায়ক্রমিক সূত্রভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থা বাস্তবায়ন। জ্বালানি খাতে নিয়ন্ত্রক সংস্কারের অবস্থা।
কৃষি ভর্তুকির বর্তমান পরিস্থিতি এবং অর্থবছর ২৫-২৬ এর প্রত্যাশা। বিসিআইসির আর্থিক পরিস্থিতি এবং অর্থবছর ২৪ এবং অর্থবছর ২৫ এর জন্য আর্থিক প্রভাব।
বিসিআইসি কর্তৃক বহিরাগত পরিশোধের বকেয়া (স্থিতি ও হ্রাসের পরিকল্পনা)। সার বনাম আমদানি মূল্যের সাম্প্রতিক এবং পরিকল্পিত পরিবর্তন। কৃষি ভর্তুকির আরও ভালো লক্ষ্যমাত্রার সুযোগ।
আর্থিক খাত সংস্কার কৌশল: উদ্দেশ্য, নীতি এবং মডিউল। ব্যাংক রেজল্যুশন তহবিল (পুনর্গঠনে সম্ভাব্য অবদান, আমানত গ্যারান্টি তহবিল ব্যাকআপ তহবিল, আর্থিক পরিস্থিতি বিবি’র তরলীকরণ বিধান থেকে সম্ভাব্যতা)।
সিদ্ধান্ত গ্রহণ এবং পরিচালনা প্রস্তুতির জন্য কাঠামো। ব্যাংকগুলোর সম্পদ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য আইনি এবং কার্যকরী প্রচেষ্টা।
আর্থিক খাতের আইনি সংস্কারের মাধ্যমে অগ্রগতি: ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ও আমানত সুরক্ষা অধ্যাদেশ। রপ্তানি/আমদানি, রেমিট্যান্স, আর্থিক অ্যাকাউন্ট লেনদেন। বহিরাগত অর্থায়নের ব্যবধান। পরিকল্পিত সমন্বয় নীতি এবং অর্থায়নের উৎস।
রিজার্ভের গতিশীলতা, ডিসেম্বর ২০২৪ এবং জুন ২০২৫-এ বৈদেশিক রিজার্ভ পূরণের দৃষ্টিভঙ্গি। আন্তঃদেশীয় এবং ক্লায়েন্ট বাজারে বৈদেশিক মুদ্রা লেনদেন, যার মধ্যে রেমিট্যান্স ক্রয় অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ। সম্প্রতি সম্পদের মান, লাভজনকতা এবং তারল্যের উন্নয়ন এবং সম্ভাবনা। সম্পদ শ্রেণিবিভাগ এবং প্রভিশনিং সম্পর্কিত সার্কুলার-১৫ এর পূর্ণ বাস্তবায়নের প্রভাব।
খেলাপি ঋণ হ্রাসের জন্য বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ বাস্তবায়ন, ২০২৪ সালে খেলাপি ঋণ হ্রাসের জন্য পরিকল্পনার তুলনা এবং প্রকৃত ফল। নিয়ন্ত্রক ন্যূনতমতার সাথে সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করার জন্য মূলধন বৃদ্ধির সম্ভাবনা।
এসওসিবিগুলোকে পুনর্গঠন এবং পুনঃমূলধনীকরণের কর্তৃপক্ষের পরিকল্পনা। সোনালী ব্যাংকের ওপর প্রত্যাশিত প্রভাব (আদেশ, পরিচালনা, শাসনব্যবস্থা) বাংলাদেশের ব্যাংকিং খাতের বৃহত্তর পুনর্গঠনে সোনালী ব্যাংকের ভূমিকা, যার মধ্যে অন্যান্য রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকের সাথে একীভূত করার ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে।
বিমাকৃত আমানত এবং আমানতকারীদের সংখ্যা সম্পর্কে ব্যাংক-বাই-ব্যাংক ডেটা শেয়ার করুন। নতুন আমানত সুরক্ষা অধ্যাদেশ (উচঙ) কার্যকর করার জন্য সেকেন্ডারি উপকরণ (নিয়ম, নির্দেশিকা, কার্যধারা) প্রস্তুত করা। আমানত প্রদানের ব্যবস্থা।