২০১৯ সালে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় একটি ‘কলা’। হ্যাঁ, ভুল পড়ছেন না। টেপ দিয়ে দেয়ালে লাগানো সেই কলাকে শিল্পকর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর নাম রাখা হয় ‘কমেডিয়ান’।
শুক্রবার (২৫ অক্টোবর) শিল্পকর্ম নিলামের জন্য খ্যাতি পাওয়া ব্রিটিশ অকশন হাউস সোথেবি ঘোষণা দিয়েছে, ‘কমেডিয়ান’ নামের ওই শিল্পকর্মটির তিনটি ‘সংস্করণ’ এর মধ্যে একটি বিক্রি হতে যাচ্ছে। এর দাম ধরা হয়েছে প্রায় দেড় মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা।
২০১৯ সালে ইতালিয়ান শিল্পী মাউরিজিও কাতেলানের তৈরি এই ‘শিল্পকর্ম’ প্রথম জনসমক্ষে আসার পর তুমুল আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ এদিকে শিল্পের দুর্দিন হিসেবে ব্যাখ্যা করেন।
অনেকের মতে এই শিল্পকর্ম ছিল লেইম। কেউ কেউ আবার ঠাট্টা করে বলেছিলেন, ‘কতই-না চিন্তা ভাবনা করতে হয়েছে এই শিল্পকর্মটি বানাতে গিয়ে!’
সে শিল্পকর্মটি তখন এক লাখ ২০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
তথ্যসূত্র: সিএনএন
আপনার মতামত লিখুন :