ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

লন্ডন ও কানাডায় শহীদের সাম্রাজ্য

মো. শাহজাহান মিয়া, মৌলভীবাজার

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০১:০৬ এএম

লন্ডন ও কানাডায় শহীদের সাম্রাজ্য

ছবি: রূপালী বাংলাদেশ

ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম-দুর্নীতি করে যুক্তরাজ্য ও কানাডায় বাড়ি গাড়ি, মৌলভীবাজার জেলার বিভিন্ন চা-বাগান দখল করে শত শত কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক কৃষিমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদের বিরুদ্ধে। নিজ সংসদীয় এলাকায় গড়ে তুলেছেন দুর্নীতি ও লুটপাটের বাহিনীও।

তবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, আইনি সহায়তার মাধ্যমে তার দখল করা সম্পদ উদ্ধারের কাজ চলছে। আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্য ও কানাডায় বাড়ি গাড়িসহ জেলায় চা-বাগান প্রতিষ্ঠার নামে বন বিভাগের জমি দখল, বাগানবাড়ি নির্মাণ, হাইল-হাওরে মৎস্য খামার তৈরিসহ নানাভাবে সম্পদের পাহাড় গড়েন তিনি। ৪ একর জমির মালিকানা নিয়ে ২০১৮ সালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে ‘সাবারী টি প্ল্যান্টেশন’ নামে চা-বাগান গড়ে তোলেন। লাউয়াছড়া উদ্যানের ৫ একর পাহাড়ি জমি জোরপূর্বক জবর দখল করে নেন।

সরকারি খরচে পুরো চা-বাগানজুড়ে পল্লী বিদ্যুতের লাইন টেনে বিদ্যুৎ সংযোগ ও পানি সেচের জন্য স্থাপন করেন ১৫-১৬টি ডিপ টিউবওয়েল। 

স্থানীয়দের অভিযোগ, ডিপ টিউবওয়েল স্থাপনে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ মানুষজন চাপকলে পানি পাচ্ছেন না। এ ছাড়া, কমলগঞ্জের কাঠালকান্দিতে ৮ একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করা হয় বাগানবাড়ি। সরকারি খরচে একাধিক ডিপ টিউবওয়েল স্থাপন এবং বিদ্যুতের জন্য ৮টি সৌর প্ল্যান্ট নির্মাণ করেন আব্দুস শহীদ।

এ ছাড়াও শ্রীমঙ্গল বাইক্কাবিল হাইল-হাওর ও বাইক্কা বিলের পাশে প্রায় ১১ একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার। খামারের উল্টো দিকে সরকারি জমি বাইক্কা বিলের কান্দি থেকে কয়েকটি এক্সেভেটর মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে আসেন নিজ খামারে। ওই সময় কৃষিমন্ত্রীর দাপটে বাইক্কা বিল সম্পদ ব্যবস্থাপনা কমিটির কেউ সাহস করে প্রতিবাদ করতে পারেননি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত সাবেক এ কৃষিমন্ত্রীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, শুধু এ সাবেক মন্ত্রী না। পুরো দেশে গেল ১৬ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবাধে লুটপাট করেছে।

নজিরবিহীন এ লুটপাটের বিচার করা এবং দেশের বাইরে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। কমলগঞ্জ এলাকায় গেলে কথা হয় চা-বাগানের পাশে বসবাসকারী লোকজনের সঙ্গে।

স্থানীয় বাসিন্দারা জানান, চা-বাগানের আগে এখানে পাহাড়জুড়ে আনারস বাগান ছিল। আনারস বাগান কেটে পাহাড়ে তৈরি করা হয় চা-বাগান। বাগানে ১৬টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এসব ডিপ টিউবওয়েলের কারণে পাহাড়ি এলাকার লোকজন চাপকলে পানি পাচ্ছেন না।

এদিকে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৫ একর জমি সাবেক কৃষিমন্ত্রী প্রভাব খাটিয়ে নিয়ন্ত্রণে নেন। ছাত্র-জনতার আন্দোলনের পরে গত ১৫ সেপ্টেম্বর এ জমি উদ্ধার করে বনবিভাগ।

মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, আগে চেষ্টা চালিয়ে জমি উদ্ধার করা না গেলেও, এবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৫ একর জমি জবরদখল থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের এ জমিতে বন্যপ্রাণীর ফলমূল খাবার উপযোগী চারাগাছ লাগানো হয়েছে। অপরদিকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবিএম মিজানুর রহমান বিদ্যুৎ সংযোগের বিষয়ে বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নামে এক কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান বলেন, বাগানবাড়ি এবং চা-বাগানে ডিপটিউবওয়েল স্থাপনের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এদিকে ৫ আগস্ট ক্ষুব্ধ ছাত্র-জনতা ওইদিন মন্ত্রীর গড়ে তোলা রিসোর্ট, বৈদ্যুতিক লাইন, একাধিক ডিপ টিউবওয়েল, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় বাসা-বাড়িসহ বেশকিছু সম্পদ ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

যুক্তরাজ্য ও কানাডায় বাড়ি, দেশে নামে-বেনামে ফ্ল্যাট : বিভিন্ন সূত্রে জানা যায়, যুক্তরাজ্যে ৫টি বাড়ি ও কানাডার বেগম পাড়ায় দুটি বাড়িসহ মেয়ের নামে কমলগঞ্জ মাঝেরছড়া এলাকায় কয়েকশ একর টিলা ভূমি জমি কিনেছেন, চা বাগান সরকারি টাকায় নির্মাণ। রাজধানীর উত্তরার ১০নং সেক্টর, ২নং রোড, ৩৫নং বাসা, ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের জগদীশ পুর পেট্রল পাম্প, ঢাকা ফার্ম গেট এলাকায় ঘরসহ জমি কিনে দোকান ভাড়া হিসেবে দেওয়া আছে। শ্রীমঙ্গল সদর ইউনিয়ন দিলবর নগর এলাকায় ৬ একর নিজস্ব জমিতে লেবু বাগানে বেশ কয়েকটি ডিপ টিউবওয়েল, সরকারি খরচে এলজিইডি থেকে ব্রিজ, গাইড ওয়াল আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ। শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোডস্থ পাঁচতলা ভবনের বারান্দায় সরকারি ডিপ টিউবওয়েল বসিয়েছন।

মৌলভীবাজার রোড, হাউজিং এস্টেট এলাকায় জমিতে সরকারি ডিপ টিউবওয়েল।  কমলগঞ্জ উপজেলায় ২ কোটি টাকা ব্যয়ে নতুন তিন তলা বাসা, সরকারি খরচে ডিপ টিউবওয়েল এবং সোলার লাইট স্থাপন। নিজ গ্রামের বাড়ির ভেতরে রাস্তায় সরকারি খরচে ৩০ লাখ টাকা ব্যয়ে সোলার লাইট স্থাপন ও পুকুর খনন। বড় মেয়ে উম্মে ফারজানা ডায়না স্বামী সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার। সাবেক কৃষিমন্ত্রী ভুয়া মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখান। পরে তার ভাই মানিককে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট প্রদানের সব ব্যবস্থা করে দেন তিনি।

সাবেক কৃষিমন্ত্রী গ্রেপ্তার হওয়ার খবরে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ : সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের গ্রেপ্তার হওয়ার খবরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। গত মঙ্গলবার ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

আরবি/জেডআর

Link copied!