ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ধনঞ্জয় কুমার দাস

কর্মস্থলে যোগ না গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ১২:০৮ এএম

কর্মস্থলে যোগ না গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব

ছবি: রূপালী বাংলাদেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত সাবেক কর্মকর্তা ধনঞ্জয় কুমার দাস পলাতক থেকেও সরব সোশ্যাল মিডিয়ায়। তার দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদের লিখিত প্রতিবাদ না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্ট-শেয়ারে ঢুকে কমেন্ট করা গণমাধ্যমকর্মীদের তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, কাউকে সাংবাদিকতা শেখাচ্ছেন, প্রকাশিত সংবাদের প্রতিবেদককে নিয়ে অশোভন মন্তব্য করছেন।

শুধু তাই নয়, দৈনিক রূপালী বাংলাদেশের সচিবালয় বিটের প্রতিবেদককে লোক মারফত হুমকি ও চলার পথে অনুস্মরণ করছেন। এসব বিষয়ে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা।

গতকাল রোববার বিষয়টি উল্লেখ করে এবং জীবনের নিরাপত্তা চেয়ে ডিএমপির শাহবাগ থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন প্রতিবেদক মেহ্দী আজাদ মাসুম (জিডি-১৭২১, ২৪ নভেম্বর ’২৪)।

অভিযোগ রয়েছে, পতিত সরকারের অন্যতম দোসর যুগ্ম সচিব পদের কর্মকর্তা ধনঞ্জয় কুমার দাস ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম নিয়ন্ত্রক।

অভ্যুত্থানের পর তিনি আর যাননি সচিবালয়ে তার দপ্তরে। পলাতক থাকা অবস্থায়ই স্বরাষ্ট্র থেকে পাট মন্ত্রণালয়ের রেশম শিল্প উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে বদলি করা হয় তাকে, যা জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। তবে তিনি নতুন পদায়িত কর্মস্থলে গতকাল পর্যন্ত যোগদান করেননি বলে রাজশাহী রেশম শিল্প উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে।

‘কর্মস্থলে যোগ না দিয়ে পালিয়ে যান ধনঞ্জয়’ ও ‘ধন-সম্পদে ভরপুর ধনঞ্জয় স্বাক্ষরেই পেতেন দশ লাখ’ শিরোনামে গত ২০ ও ২১ অক্টোবর ২০২৪ তারিখে দৈনিক রূপালী বাংলাদেশে অনুসন্ধানী দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই সময়ে প্রতিবেদন দুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেওয়া হয়। তবে প্রকাশিত এই প্রতিবেদন দুটির কোনো প্রকার প্রতিবাদ না জানিয়ে ধনঞ্জয় কুমার দাস সোশ্যাল মিডিয়ায় যারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কমেন্ট করছেন, তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টায় লিপ্ত হয়েছেন। কমেন্টের পাল্টা কমেন্ট করছেন। বিশেষ করে গণমাধ্যমে কর্মরত যারা প্রকাশিত ওই প্রতিবেদনের জন্য শুভ কামনা জানাচ্ছেন বা জানিয়েছেন, তাদের নিয়ে এবং প্রতিবেদককে নিয়ে অশোভন ও মানহানিকর মন্তব্য করছেন।

গতকাল রোববার দুপুরে রাজধানীর শাহবাগ থানায় ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর মন্তব্য এবং জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিবেদক।

আরবি/জেডআর

Link copied!