ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

গণপিটুনিতে মুন্নজানের ভাগনে রুপম নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০১:২৬ এএম

গণপিটুনিতে মুন্নজানের ভাগনে রুপম নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনা শহরের দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চলার সময় পালাতে গিয়ে ‘গণপিটুনিতে’ শেখ আরিফুজ্জামান রুপম (৩৪) এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সাবেক শ্রম ও কর্মসংস্থামন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী বেগম মুন্নজান সুফিয়ানের ভাগনে। রুপম আঞ্জুমান (মসজিদ) রোডের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। গতকাল সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় যৌথ বাহিনী।

পুলিশ জানায়, অভিযানের সময় রুপম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তখন তাকে ধরে গণপিটুনি দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
যৌথ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, নিহত রুপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে ১টি ও মারামারির ঘটনায় ২টি মামলা রয়েছে।

খুলনার দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে রুপমসহ দুজনকে ৩৯৫ পিস ইয়াবাসহ আটক করেছিল র‌্যাব। 

অন্যদিকে দৌলতপুর থেকে ২০২২ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রুপমকে ১৮ পিস ইয়াবাসহ আটক করেছিল।

আরবি/জেডআর

Link copied!