দিনের আলোয় যতটা সুন্দর পূর্বাচল উপশহর, রাতের আঁধারে ঠিক ততটাই ভয়ংকর। এখানে প্রতিনিয়তই নিত্যনতুন কৌশলে ঘটছে ছিনতাই, ডাকাতি, খুনসহ নানা অপরাধ।
গেল দুই মাসে পূর্বাচল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে ৫টি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে ৪টি, এ ছাড়া প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ১টি।
লাশ উদ্ধারের ঘটনায় বিচার চেয়ে থানায় মামলা ও ডাকাতির ঘটনায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে, ডাকাতির কোনো ঘটনার রহস্য বের করতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের।
সরেজমিনে দেখা যায়, ১৯৯১ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পূর্বাচল উপশহর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে। প্রায় ৩২ বছরেও নাগরিক সুবিধাসহ প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এখানে জনবসতি নেই বললেই চলে। চারপাশ প্রায় ফাঁকা।
তবে এখানকার খোলামেলা পরিবেশ ও মুক্ত বাতাস মন কাড়ে যে কারোরই। দিনে এখানকার সৌন্দর্য বাড়লেও রাত নামার সঙ্গে সঙ্গে বেড়ে যায় আতঙ্ক। পূর্বাচলের ৩০টি সেক্টরের ভেতরে প্রায়ই ঘটছে ডাকাতি-ছিনতাই-খুনসহ নানা অপরাধ।
তথ্যমতে, ৬ জানুয়ারি সকালে পূর্বাচলের গুতিয়াবো এলাকা থেকে নৃত্যশিল্পী রানী বেগম (২৯) গলাকাটা লাশ ও হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার করে পুলিশ। ১৭ ডিসেম্বর পূর্বাচলের ২নং সেক্টরের ৪নং সেতুর লেকের পানি থেকে সুজনা (১৯) নামের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ, পরদিন ১৮ ডিসেম্বর একই লেক থেকে সুজনার বন্ধু নবম শ্রেণির শিক্ষার্থী কাব্যের লাশও উদ্ধার করে পুলিশ।
সুজনার মা চম্পা বেগম ও কাব্যের বাবা হারুন অর রশীদ দাবি করেন ঘটনা হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি তারা। তবে, পুলিশ ও ফায়ার সার্ভিস দাবি করে ঘটনাটি সড়ক দুর্ঘটনা।
১৩ নভেম্বর পূর্বাচলের ৩০০ ফিট সড়কসংলগ্ন কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশের লেকের পানি থেকে পলিথিনে মোড়ানো নারায়ণগঞ্জের ডাইং ব্যবসায়ী জসিম উদ্দিনের ৭ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৪ নভেম্বর গাজীপুরের পূবাইল থানার কাজীপাড়া এলাকার অটোচালক বাবুল মিয়ার লাশ পূর্বাচলের আগলা এলাকার ধানখেত থেকে উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া ৭ জানুয়ারি ভোরে পুলিশের পরিচয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কাদিরার টেক এলাকায় দুবাই প্রবাসী কয়েছ ও রুহুল আমিনের গাড়ি থামিয়ে চেকিংয়ের নাম করে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকাসহ ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল।
ওই রাতেই পূর্বাচলের ৩০০ ফিট সড়কের স্টেডিয়াম এলাকায় পুলিশের পরিচয়ে মালয়েশিয়া প্রবাসী আমজাত হোসেনের গাড়ি থামিয়ে চেকিংয়ের নামে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ওই ডাকাত দল। এর আগে, ২০ ডিসেম্বর সৌদি প্রবাসী আহসান হাবিব তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় যাওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় আনসার বাহিনীর পরিচয়ে গাড়ি থামায়।
চেকিংয়ের কথা বলে মারধর করে টাকা ও স্বর্ণালংকারসহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ২ সেপ্টেম্বর গভীর রাতে পূর্বাচলের ৮নং সেক্টরের বাসিন্দা প্রবাসী আল আমিনের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির লোকজনকে বেঁধে জিম্মি করে।
পিটিয়ে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ডাকাতির প্রতিটি ঘটনায় থানায় অভিযোগ করেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা বা ঘটনার রহস্য বের করতে পারেনি পুলিশ।
এসব কারণে এখানে আরও বাড়ছে অপরাধ। ফলে দিন দিন পূর্বাচল এক আতঙ্কের নাম হিসেবে দেশব্যাপী পরিচিতি পাচ্ছে। তাই এখানে জননিরাপত্তা জোরদার করার দাবি জানান স্থানীয়রা।
ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, নৃত্যশিল্পী রানী বেগম, ব্যবসায়ী জসিম উদ্দিন হত্যা ও অটোচালক বাবুল মিয়া হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আর সুজনা ও কাব্যের লাশ উদ্ধারের ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত করে বলা যাবে ঘটনাটি কী ছিল!
পূর্বাচল উপশহরটি প্রায় ফাঁকা। এখানে জনবসতি নেই বললেই চলে। তাই অপরাধীরা জায়গাটিকে ব্যবহার করে। তবে, পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই কাজ করছে। আশা করি, শিগগিরই এসব অপরাধ কমে আসবে।
আপনার মতামত লিখুন :