ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

পর্যটক হারাচ্ছে সুন্দরবন

আব্দুল মোমিন, সাতক্ষীরা

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০১:০৭ এএম

পর্যটক হারাচ্ছে সুন্দরবন

ছবি: রূপালী বাংলাদেশ

শীতের আগমন বাড়ার সাথে সাথে সুন্দরবনে বনদস্যু, হরিণ ও বাঘ শিকারিসহ অসৎ জেলেদের তৎপরতায় বিশ্বের দ্বিতীয় ম্যানগ্রোভ সুন্দরবন তার ঐতিহ্যসহ পর্যটক হারাতে বসেছে। বিগত বছরগুলোতে শীত মৌসুমে সুন্দরবনে পর্যটকদের পদচারণ বৃদ্ধি পেলেও এবার পর্যটকদের তেমন কোনো আনাগোনা নেই বললেই চলে। 


এদিকে হঠাৎ করে বনদস্যু ও হরিণ শিকারিদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় পর্যটক ও সাধারণ জেলে, বাওয়ালিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। অভিযোগ উঠেছে, বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় সুন্দরবনের ঐতিহ্য হরিণ শিকারে মেতে উঠেছে শিকারি ও অসাধু জেলেরা। অভিযোগ আছে, ঢাকাসহ বিভিন্ন এলাকার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুন্দরবনে বেড়াতে এলে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পিকনিকের নামে তাদের হরিণ মেরে খাওয়ানো হয়। 


এ ছাড়া সুন্দরবনের ঐতিহ্য সুন্দরবনের নদীতে ও সুন্দরবনের গহিনে অসাধু মাছ শিকারিরা প্রবেশ করে পানিতে বিষ দিয়ে মাছ ধরে আসার সময় হরিণ শিকারে মেতে উঠেছে। আর এ কারণে সুন্দরবনের জীববৈচিত্র্যসহ তার সৌন্দর্য  হারাতে বসেছে।


জানা যায়, সুন্দরবনের অভয়ারণ্য পশ্চিম সুন্দরবনের নয়াবেকীসহ বিভিন্ন এলাকায় সুন্দরবনের বন বিভাগের কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় জেলেরা বনের ভেতরে প্রবেশ করে বিষ প্রয়োগে মাছ ও ফাঁদ পেতে হরিণ শিকার করছে।  সুন্দরবন রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন ও তার ক্যাশিয়ারের সাথে গোপন চুক্তির কারণে সরকারিভাবে নিষিদ্ধ অভয়ারণ্যে জেলেরা প্রবেশ করে এসব কাজ করছে। এতে সুন্দরনের পানি ও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।


এ ব্যাপারে সুন্দরবনের অভয়ারণ্য থেকে মাছ ধরে বিক্রি করতে আসা জেলে রহমত আলী ও উপজেলার হরিনগর এলাকার জেলে কাশেম আলী জানান, সুন্দরবনের অন্য জায়গার তুলনায় অভয়ারণ্য এলাকাগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়। সে কারণে অভয়ারণ্য এলাকায় ঢুকতে কদমতলা স্টেশন কর্মকর্তা ও ক্যাশিয়ারকে চুক্তিতে টাকা দিতে হয়। 

অপর জেলে আলী হোসেন বলেন, ফরেস্টারদের মোটা অঙ্কের টাকা দেওয়ার কারণে জেলেরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় প্রবেশ করে অবাধে হরিণ শিকার করে লোকালয়ে নিয়ে আসছে। সুন্দরবন উপকূলীয় এলাকার ইউপি সদস্য মোস্তফা জানান, ইতিমধ্যে অনেকেই হরিণের মাংসসহ ফরেস্ট ও কোস্ট গার্ডের কাছে আটক হয়েছে। তিনি আরো বলেন, সুন্দরবনে প্রশাসনের কিছু কর্মকর্তার সাথে সখ্য থাকায় সুন্দরবনে অবাধে হরিণ, বাঘ ও পাখি শিকার ও জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রায় সময় জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে। 


জানা যায়, হরিণ শিকারের জন্য সুন্দরবনে হরিণ শিকারিদের বড় একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। মূল শিকারিরা সুন্দরবনের ভেতর থেকে হরিণ এনে লোকালয়ের সহযোগীদের হাতে পৌঁছে দেয়। সেখান থেকে বিভিন্ন জায়গায় হাত বদল হয়ে থাকে। সাধারণত শীতের শুরুতে সক্রিয় হয়ে ওঠে হরিণ শিকারিরা। প্রতিনিয়ত গভীর সুন্দরবন থেকে ফাঁদ পেতে ও বন্দুক দিয়ে হরিণ শিকার করে তারা। এসব পেতে রাখা ফাঁদে অনেক সময় বাঘসহ সুন্দরবনের অন্যান্য প্রাণীও মারা পড়ে।


জানা যায়, সুন্দরবনের কালির চর, আগ্রাকোনা বালীঝাকি, ফিরিঙ্গী মেঘনা, পাতকোষ্টা, কাগা, পাগড়াতলী, তালতলী, ইলসেমারি, মানিক চোরা, কাছিকাটা, খলিশাবুনিয়াÑ এসব এলাকায় হরিণের সংখ্যা বেশি থাকায় শিকারিদের লক্ষ্য থাকে এ চরকে ঘিরে। 
স্থানীয় সাংবাদিকরা জানান, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে চিহ্নিত হরিণ শিকারি দস্যুদের সখ্য চোখে পড়ার  মতো। তাদের সাথে চুক্তিতে হরিণ শিকারে নেমে পড়ে শিকারিরা। যে কারণে হরিণ শিকার করে পার পেয়ে যাচ্ছে শিকারিরা। বন বিভাগের সদস্যরা হরিণ শিকারিদের ধরতে অভিযানে যাওয়ার আগে সুন্দরবনের কিছু অসাধু কর্মকর্তার কাছ থেকে খবর পেয়ে সতর্ক হয় চক্রটি। 


সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২১-২৩ সালে হরিণ শিকারের অপারাধে ১৪টি মামলা দেওয়া হয়। এ মামলায় ৩৩ জন আসামিসহ ৮৩ কেজি মাংস ও ৬৯৯টি হরিণ মারা ফাঁদ উদ্ধার করে। ২০২৪ সালে হরিণ শিকারি ১০ জন, বিষ দিয়ে মাছ শিকারি ১২ জন ও এক বাঘ শিকারিকে আটক করে। 


সাতক্ষীরা রেঞ্জের তথ্য অনুযায়ী বন বিভাগের কাছে হরিণ শিকারিদের ৪ স্টেশনে ১০৮ জনের একটা তালিকাও রয়েছে। তার মধ্যে কোবাদক স্টেশনে ৩০ জন, বুড়িগোয়ালিনী স্টেশনে ৪২ জন, কদমতলা স্টেশনে ২০ জন,  কৈখালী স্টেশনে ১৬ জন।  তালিকা ছাড়াও আরো অনেকে হরিণ শিকারের সাথে জড়িত রয়েছে বলেও জানা যায়।


চোরাকারবারিরা হরিণ শিকার করে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। সাতক্ষীরা রেঞ্জের ৪ স্টেশনের আওয়াতাধীন কোবাদকের গোলখালী, গাড়িলাল বাজার, গাবুরা নাপিতখালী, বুড়িগোলিনীর স্টেশনের গাবুরার ৯নং সরা, ডুমুরিয়া, ১৪ রশি, দাতিনাখালীর মহসিন সাহেবের হুলা ও চেয়ারম্যান মোড়। কদমতলার স্টেশনের মুন্সীগঞ্জ মৌখালী, সরদারবাড়ি, হরিনগর বাজার ও চুনকুড়ি। কৈখালী স্টেশনের পাশ্বেখালী, টেংরাখালী, কালিঞ্জি, ভেটখালী, কৈখালীসহ চোরা শিকারিদের সুবিধামতো রুট ব্যবহার করে থাকে। পরিবহন হিসেবে মোটরসাইকেল, প্রাইভেট কার ব্যবহার করে থাকে।


এ ব্যাপারে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলিনুর রহমান বাবুল বলেন, সুন্দরবন আমাদের পরিবেশ রক্ষা করে। সুন্দরবন আমাদের প্রধান ঐতিহ্য আর এ সুন্দরবনে থাকা হরিণ, পাখি ও বাঘ সুন্দরবনের আকর্ষণ বৃদ্ধি করে। কিন্তু প্রশাসনের কিছু অসৎ ব্যক্তি ও বন বিভাগের অসৎ কিছু কর্মকর্তার কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। 

তিনি আরো বলেন, বিগত সময় বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা সুন্দরবনে এলে পিকনিকের নামে স্থানীয় প্রশাসন ও বন কর্মকর্তাদের সহযোগিতায় হরিণ শিকার করে তাদের খাওয়ানো হয়। তা ছাড়া স্থানীয় প্রশাসন ও বন কর্মকর্তাদের সহায়তায় সুন্দরবনের হরিণ শিকার ও বিভিন্ন প্রজাতির মাছ ও বাঘ শিকার করে বিক্রি করে থাকে। সুন্দরবন আমাদের সবার সম্পদ। এই সুন্দরবনের জীবজন্তু রক্ষা করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। 


এদিকে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ হুমায়োন কোবির মোল্লা জানান, এসব অবৈধ কোনো কাজে আমি বা আমার স্টাফ জড়িত নয়। আর যদি আমি জানতে পারি কেউ  সুন্দরবনের কোনো অনিয়মের সাথে জড়িত আছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


অপরদিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান হোসেনের সাথে কথা বললে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, অভয়ারণ্য এলাকায় জেলেদের প্রবেশ করতে দেওয়া হয় না। নিয়মিত ফরেস্টের টিম বনদস্যু, হরিণ শিকারি ও অবৈধ জেলেদের ধরতে অভিযান পরিচালনা করে।


সাতক্ষীরা রেঞ্জ ফরেস্ট কর্মকর্তা জিয়া বলেন, আমি নতুন এসেছি। আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সজাগ থাকি। আমরা হরিণ শিকারিদের ধরতে সব সময় অভিযান পরিচালনা করছি। বনের ভেতর থেকে হরিণ মারার অনেক ফাঁদ উদ্ধার করেছি। বন বিভাগের কেউ হরিণ, পাখি ও বাঘ শিকারসহ অবৈধ কাজে   জড়িতÑ এটা জানতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সুন্দরবন বনদস্যুদের বিষয়ে তিনি বলেন, আমরা খুব দ্রুতই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথে নিয়ে যৌথভাবে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাব। বিগত দিনে প্রশাসনের ঊর্ধ্বতন লোকজন এনে পিকনিকের নামে হরিণ মেরে ভূরিভোজ করা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই, তখন আমি এখানে ছিলাম না। অপরদিকে বনদস্যুদের ভয়ে সুন্দরবনে পর্যটকদের আগমন খুবই কম বলে স্বীকার করেন। তবে তিনি পর্যটকদের নির্ভয়ে সুন্দরবন ভ্রমণ করার কথা বলেন। 


এদিকে পর্যটক নিয়ে সুন্দরবন ঘোরানো নৌকার সুজন মাঝি বলেন, এবার পর্যটক নেই বললেই চলে। পর্যটক কম হওয়ার কারণে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এমন পর্যটকশূন্য আগে কখনো দেখি নাই।

রূপালী বাংলাদেশ

Link copied!