ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

লস অ্যাঞ্জেলেসে পুড়ে ছাই লক্ষ-কোটি ডলারের বাড়ি-গাড়ি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১০:৩০ এএম

লস অ্যাঞ্জেলেসে পুড়ে ছাই লক্ষ-কোটি ডলারের বাড়ি-গাড়ি

ছবি: সংগৃহীত

ইতিহাসের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস অঞ্চল। এলাকাটিতেই বসবাস করেন হলিউড তারকারাসহ লক্ষ-কোটি ডলারের বাড়ি-গাড়ির মালিকেরা।

ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ কোটি ডলারের বাড়ি-গাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়তে পারেন রিয়েল এস্টেট ও বীমা প্রতিষ্ঠানগুলো।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বীমা খরচ ছিল এই প্যালিসেডসে। তবে, এবারের বিপর্যয়ের পর এই সস্তা বীমা খরচে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের চারপাশে ছড়িয়ে পড়া দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হতে পারে এটি। আগুনে লস অ্যাঞ্জেলেসের হাজার-হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন।

এদিকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্তও দাবানলের শূন্য শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দাবানলে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ও ক্ষতির প্রাথমিক পরিমাণ এক হাজার কোটি ডলার থেকে ছয় হাজার কোটি ডলারের মধ্যে হতে পারে অনুমান করা হয়েছে। সূত্র, রয়টার্স

আরবি/এস

Link copied!