সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৪:৫৩ পিএম

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড

‘বর্ষসেরা উদীয়মান’ লামিল ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৪:৫৩ পিএম

‘বর্ষসেরা উদীয়মান’ লামিল ইয়ামাল

বার্সেলোনার তরুণ তারকা ফরোয়ার্ড লামিল ইয়ামাল। ছবি: সংগৃহীত

বার্সেলোনার হয়ে অভিষেকের পরেই ক্রীড়াঙ্গনে সাড়া ফেলে দিয়েছিলেন লামিল ইয়ামাল। এরপর গত বছর স্পেনের হয়ে ইউরো জিতে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ ফুটবলার।

স্পেন ও বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তিনি জিতেছেন লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ বা ‘বর্ষসেরা উদীয়মান’ পুরস্কার।

‘সেরা উদীয়মান ক্রীড়াবিদ’ হওয়ার দৌড়ে ইয়ামাল পেছনে ফেলেন জুলিয়েন আলফ্রেড, সামার ম্যাকিনটশ, লেসলি টেবোগো এবং ভিক্টর ওয়েম্বানিয়ামাকে। ১৭ বছর বয়সী এই তরুণ বার্সেলোনার হয়ে গত মৌসুমে ৪৬টি ম্যাচ খেলে করেন ১৪টি গোল এবং করান ২১টি।

এ ছাড়াও বর্ষসেরা দলের স্বীকৃতি পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলটি লা লিগা শিরোপা জয়ের পাশাপাশি ১৫তমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপাও ঘরে তোলে, কোচ কার্লো আনচেলত্তির অধীনে।

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড নিয়ে রাফায়েল নাদাল
লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড নিয়ে রাফায়েল নাদাল   ।। ছবি: সংগৃহীত 

একই অনুষ্ঠানে সুইডেনের পোল ভল্টার মন্ডো ডুপ্লান্টিস হয়েছেন বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ এবং চতুর্থবারের মতো সেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস।

উল্লেখ্য, বাইলস এই সম্মান জিতেছেন চতুর্থবার, যা একটি নতুন রেকর্ড। প্যারিস অলিম্পিকে ফিরে এসে তিনি জিতেছেন তিনটি স্বর্ণ ও একটি রুপার পদক।

স্পেনেরই আরেক কিংবদন্তি, সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রাফায়েল নাদাল জিতেছেন স্পোর্টিং আইকন পুরস্কার। তবে পুরস্কার হাতে নিয়ে নাদাল বলেন, ‘স্পোর্টিং আইকন? আমি মনে করি, এটা অন্যরাই বলুক!’

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড কে কী জিতলেন

বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: মন্ডো ডুপ্লান্টিস (সুইডেন)

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: সিমোন বাইলস (মার্কিন যুক্তরাষ্ট্র)

বর্ষসেরা দল: রিয়াল মাদ্রিদ (স্পেন)

বর্ষসেরা উদীয়মান: লামিন ইয়ামাল (স্পেন)

বর্ষসেরা প্রত্যাবর্তন: রেবেকা আন্দ্রাদে (ব্রাজিল)

বর্ষসেরা বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদ: জিয়াং ইউয়ান (চীন)

বর্ষসেরা অ্যাকশন স্পোর্টসম্যান: টম পিডকক (গ্রেট ব্রিটেন)

স্পোর্ট ফর গুড অ্যাওয়ার্ড: কিকফোরলাইফ (লেসোথো)

স্পোর্টিং আইকন অ্যাওয়ার্ড: রাফায়েল নাদাল (স্পেন)

আরবি/আরডি

Link copied!