সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রবিন দাস

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:৫৯ পিএম

এই বার্সাকে থামাবে কে?

রবিন দাস

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৬:৫৯ পিএম

এই বার্সাকে থামাবে কে?

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে ২০২৫ সালে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি দলটি। সবশেষ গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’তে নিজেদের ৩২তম শিরোপা জিতেছে তারা।

এর আগে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাছাড়া চলতি মৌসুমে ট্রেবল জয়েরও আছে দারুণ সুযোগ। আর তা জিততে দলটিকে জিততে হবে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার শিরোপা।

হ্যান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে রীতিমতো উড়েছে বার্সেলোনা। রাফিনিয়া, লামিল ইয়ামাল, ফেরান তোরেসদের মতো তরুণ তুর্কিরা খেলার মাঠে বারবার নিজেদের প্রমাণ করেছেন।

চলতি মৌসুমে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে দলের সর্বোচ্চ গোল স্কোরার রবার্ট লেভানডভস্কি। ২০২৪-২৫ মৌসুমে এখন পর্যন্ত ৩৭টি গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার।

মৌসুমে ২৯ গোল করে দ্বিতীয় অবস্থানে আছেন রাফিনিয়া। এছাড়াও এই ব্রাজিলিয়ানের নামের পাশে আছে ১৮টি অ্যাসিস্ট।

আরেক ফরোয়ার্ড ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল করেছেন ১৫ অ্যাস্টিটের পাশাপাশি করেছেন ১২ গোল। তবে গোল সংখ্যা কম হলেও প্রতিটি ম্যাচে দারুণ ‘ইমপ্যাক্ট’ রাখেন এই তরুণ। বিশেষ করে তার গতিময় ফুটবল দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে।

গতকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালের পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, এদিন অনবদ্য ছিলেন তিনি। ম্যাচে দুটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। প্রথমটি পেদ্রির গোলে, পরেরটি তরেসের গোলে। সব মিলিয়ে ফাইনাল থার্ড বল পাস ৭ বার।

ডিফেন্ডারদের কথা না বললেই না। অভিজ্ঞ জুলিয়াস কুন্দ্রে এবং রোনাল্ড আরাউহদের সাথে তরুণ ইনিগো মার্তিনেজ, পাউ কুবার্সি এবং বালদেরা আছেন দুর্দান্ত ছন্দে। আরেক তরুণ ডিফেন্ডার ফারমিন লোপেজও আছেন দুর্দান্ত ছন্দে। সবশেষ রিয়ালের বিপক্ষে ম্যাচে শেষদিকে এমবাপ্পেদের গতির সামনে ঢাল হয়ে ছিলেন তিনি।

এককথায় বলতে গেলে চলতি মৌসুমে সব বিভাগেই দুর্দান্ত করছেন বার্সেলোনার খেলোয়াড়রা। ফলে বহু বছর পর আবারও ট্রেবল জিততে স্বপ্ন দেখছে দলটি।

এদিকে চ্যাম্পিয়নস লিগেও এবার শুরু থেকে দুর্দান্ত ছিল বার্সেলোনা। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচে হেরেছিল তাড়া। এছাড়াও কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে বিধ্বস্ত করে সেমির টিকিট কেটেছে ইয়ামালরা।

আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। যেখানে স্বাভাবিকভাবেই ফেভারিট কাতালান শিবির।

সেমিতে ইন্টার বাধা পার হতে পারলেই ফাইনালে উঠে যাবে বার্সেলোনা। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে পিএসজি কিংবা আর্সেনাল।

এর আগে, ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সেলোনা। ফলে এবার তারা চাইবে এই টুর্নামেন্টে তাদের দীর্ঘ শিরোপা খরা কাটাতে।

এছাড়াও লা-লিগায়ও এবার দারুণ ছন্দে আছে কাতালানরা। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। যারা ৪ পয়েন্ট পিছিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

আগামী ১১ মে লা-লিগার ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। সংশ্লিষ্টরা বলছেন সেটিই মূলত চলতি মৌসুমে এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে। এর আগে রিয়াল ভায়োদলিদের মুখোমুখি হবে বার্সা।

Link copied!