কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তান-ভারত উত্তেজনা চরমে পৌঁছেছে। রাজনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
এরই মধ্যে ভারতে পিএসএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ছাড়া পাকিস্তানও পিএসএলে সম্প্রচারের কাজে থাকা ব্যক্তিদের ভারতে পাঠিয়ে দিয়েছে।
এমন পরিস্থিতিতে এবার পাকিস্তানে আয়োজিত ভলিবল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। আগামী মাসে ইসলামাবাদে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল’ প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা আছে।
পাকিস্তান ভলিবল সংস্থার কর্মকর্তা আব্দুল আহাদ জানিয়েছেন, ‘২৮ মে থেকে ইসলামাবাদের জিন্না কমপ্লেক্সে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। ভারত প্রথমে জানিয়েছিল, ২২ খেলোয়াড়সহ ৩০ জনের দল তারা পাঠাবে।’
কিন্তু পাহেলগামে হামলার পর থেকে পরিস্থিতি বদলেছে। ভারতীয় ভলিবল সংস্থা জানিয়েছে, তারা দল পাঠাচ্ছে না। হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।যোগ করেন তিনি।
আপনার মতামত লিখুন :