সম্প্রতি নানা ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার। সব কিছুতেই কাঠগড়ায় বিসিবি।
এমন পরিস্থিতি গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। যেখানে মূলত ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং বিসিবির বার্ষিক বাজেট ও আর্থিক বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল সভা।
তবে ভার্চুয়াল সভায় কোনো সমাধান না হওয়ায় সভাটি স্থগিত করা হয়।
গতকাল বিসিবি থেকে এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিসিবির কার্যালয়ে বৈঠকে বসবেন বোর্ড কর্তারা। সেই সভায় বিসিবির বার্ষিক বাজেট ও আর্থিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে।
আপনার মতামত লিখুন :