বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৯:০৮ পিএম

আইপিএলের গলায় ১৫ নির্দেশিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৯:০৮ পিএম

আইপিএলের গলায় ১৫ নির্দেশিকা

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবারের আইপিএল কঠোর নিয়ম জারি করেছে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ১৫টি নির্দেশিকা দেওয়া হয়েছে, যা মেনে চলতে হবে ক্রিকেটারদের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর বোর্ড ১০টি নির্দেশিকা জারি করেছিল, যা বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো খেলোয়াড়দের জন্য বাধ্যতামূলক ছিল। এবার আইপিএলে ১০টি দলকে ১৫টি নির্দেশিকা পাঠানো হয়েছে, যা মেনে চলা না হলে শাস্তির মুখে পড়তে হবে ক্রিকেটারদের।

বোর্ডের ১৫ নির্দেশিকা:

১) অনুশীলনের জন্য মাঠের মাঝে দু’টি করে নেট পাবে প্রতিটি দল। তা ছাড়া সাইডের উইকেটে আরও একটি নেট দেওয়া হবে। সেখানে শুধু বড় শটের অনুশীলন করা যাবে। যদি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দু’টি দল একই সময়ে অনুশীলন করে তা হলে দুই দলকে তিনটির বদলে দু’টি করে নেট দেওয়া হবে।

২) কোনও অবস্থাতেই খোলা নেটে অনুশীলন করা যাবে না।

৩) যদি কোনও দল আগে অনুশীলন শেষ করে তার পরেও অন্য দল সেই দলের ব্যবহার করা নেটে অনুশীলন করতে পারবে না। নির্দিষ্ট নেটেই তাদের অনুশীলন করতে হবে।

৪) ম্যাচের দিন কোনও দল অনুশীলন করতে পারবে না।

৫) ম্যাচের দিন মাঝের উইকেটে কোনও রকমের ফিটনেস পরীক্ষা করা যাবে না।

৬) বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র রয়েছে এমন লোকেরাই অনুশীলনের সময় সাজঘর ও মাঠে প্রবেশ করতে পারবেন। ক্রিকেটারদের পরিবার ও বন্ধুরা অন্য গাড়িতে মাঠে যেতে পারেন। একটি নির্দিষ্ট জায়গায় বসে তাঁরা অনুশীলন দেখতে পারবেন। কোনও দল যদি অতিরিক্ত থ্রো-ডাউন বিশেষজ্ঞ বা নেট বোলার চায় তা হলে আগে থেকে সেই তালিকা বোর্ডের কাছে জমা দিয়ে অনুমতি নিতে হবে।

৭) অনুশীলনে যাওয়ার সময় প্রত্যেক ক্রিকেটারকে টিম বাসে করেই যেতে হবে। দল চাইলে দু’টি বাসে ক্রিকেটারদের যাতায়াতের ব্যবস্থা করতে পারে।

৮) অনুশীলন সংক্রান্ত কোনও অনুরোধের জন্য ও ম্যাচের দিন ফিটনেস পরীক্ষা করাতে চাইলে মাঠে উপস্থিত ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

৯) ম্যাচের দিন বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র নিয়ে সকলকে মাঠে যেতে হবে। যদি কোনও দলের কেউ সেই পরিচয়পত্র নিয়ে যেতে ভুলে যান তা হলে প্রথম বার সতর্ক করা হবে। দ্বিতীয় বার একই ভুল করলে সেই দলকে জরিমানা করা হবে।

১০) নেট দেওয়ার পরেও ক্রিকেটারেরা বার বার মাঠের এলইডি বোর্ডে বল মারেন। তাঁদের অনুরোধ করা হচ্ছে, কেউ যেন এমনটা না করেন।

১১) ম্যাচের সময় কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ এলইডি বোর্ডের সামনে বসতে পারবেন না। খেলা চলাকালীন যাঁরা জল, তোয়ালে নিয়ে মাঠে যান তাঁদের বসার জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দেবেন স্পনসরেরা। সেখানেই তাঁদের বসতে হবে।

১২) কমলা ও বেগুনি টুপির প্রাপকদের সেই টুপি পরেই খেলতে হবে। যদি গোটা ম্যাচে কোনও ক্রিকেটার টুপি পরতে না চান, তা হলে তাঁকে অন্তত প্রথম দু’ওভার কমলা বা গোলাপি টুপি পরতে হবে। সেই সময়ের মধ্যেই সম্প্রচারকারী চ্যানেলে তাঁদের দেখানো হবে।

১৩) খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় হাতকাটা জার্সি পরা যাবে না। কোনও ক্রিকেটার এমনটা করলে প্রথম বার তাঁকে সতর্ক করা হবে। দ্বিতীয় বার তাঁকে আর্থিক জরিমানা করা হবে।

১৪) ম্যাচের সময় কোনও দলে ১২ জনের বেশি সাপোর্ট স্টাফ থাকতে পারবেন না। তাঁদের প্রত্যেকের কাছে বোর্ডের দেওয়া সচিত্র পরিচয়পত্র থাকতে হবে। এই ১২ জনের দলে এক জন চিকিৎসক রাখা যেতে পারে।

১৫) যদি কেউ নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চান তা হলে ম্যাচের ২৪ ঘণ্টা আগে তা বোর্ডকে জানাতে হবে।

প্রসঙ্গত, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। এবারের আসরের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

 

আরবি/আরডি

Link copied!