সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রবিন দাস

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৬:৪৩ পিএম

হামজা চৌধুরী, বাংলাদেশের ফুটবলের নতুন আশা

রবিন দাস

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৬:৪৩ পিএম

হামজা চৌধুরী, বাংলাদেশের ফুটবলের নতুন আশা

ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী-একজন ইংলিশ মিডফিল্ডার! না। বর্তমানে এরচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশি ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হবে এই ফুটবলারের। ২৭ বছর বয়সী এই ফুটবলারের অভিষেক ঘিরে আগ্রহের কমতি নেয় বাংলাদেশের ফুটবল ভক্তদের। 

মাথা ভর্তি ঝাঁকড়া চুল, উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা এই বাংলাদেশির পুরো নাম দেওয়ান হামজা চৌধুরী। মাঠ মাতানো এই ফুটবলারের জন্ম বাংলাদেশের হবিগঞ্জে। 

দেওয়ান হামজা চৌধুরীর বাবা গোলাম মোর্শেদ চৌধুরী আর মা রাফিয়া চৌধুরী। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা তারা। তবে হামজার জন্ম হয়েছে ইংল্যান্ডের লাফবোরো শহরে। বর্তমানে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজার ফুটবলের দিকে ঝোঁক ছিলো ছোটবেলা থেকেই। মাত্র ৫ বছর বয়সেয় স্থানীয় লাফবোরো ক্লাবে ভর্তি হন তিনি। 

হামজা চৌধুরীকে নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে- 

লেস্টার সিটিতে উত্থান: 

১৯৯৭ সালে জন্ম নেয়া হামজা চৌধুরী লেস্টার সিটির অ্যাকাডেমিতে যোগ দেন ২০০৫ সালে। সেখানে যোগ দিয়েই দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা এই ফুটবলার তার আগ্রাসী ট্যাকলিং, বল কন্ট্রোল ও খেলার গতি সামলানোর দক্ষতার জন্য পরিচিত হয়ে ওঠেন। 
২০১৭ সালে লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক ঘটে হামজার। এরপর থেকে ধাপে ধাপে নিজেকে আরও প্রতিষ্ঠিত করেছেন তিনি। মাঝমাঠে হামজার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

ছবি: হামজা চৌধুরী

ইংল্যান্ডের জার্সিতে হামজা: 

ইংল্যান্ডের হয়ে বয়স ভিত্তিক দলে খেলেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের অনুর্ধ্ব-২১ দলের জার্সিতে ৭টি ম্যাচ খেলেছেন এই খেলোয়াড়। এছাড়া ২০২১ সালের উয়েফা ইউরোপীয়ান অনুর্ধ্ব-২১ চ্যাম্পিয়নমিপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি। সেখানে যদিও নিজের প্রথম ম্যাচের লাল কার্ড দেখতে হয়েছিল এই তাকে। 

ক্লাব ফুটবলে হামজা: 

ইংলিশ ক্লাব লেস্টার সিটির অনুর্ধ্ব-২১ দল থেকে ২০১৭/১৮ মৌসুমে হামজাকে মূল দলে ভেড়ায় লেস্টার। সেখানে ৬ মৌসুম কাটানোর পর ৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার মূল্যে আরেক ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে পাড়ি জমান হামজা। সেখানে ১ মৌসুম কাটানোর পর আবারো পুরোনো দলে ফিরে আসেন তিনি। 

সবশেষ গত জানুয়ারি ট্রান্সফারে ৪.৫০ মিলিয়ন ইউরো মূল্যে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন ‘বাংলাদেশি ব্লেড।’ 

ছবি: ২০২১ সালে  এফএ কাপ  শিরোপা জয়ী হামজা  

সব মিলিয়ে লেস্টারের হয়ে ৯১ ম্যাচ খেলেছেন এই বাংলাদেশি মিডফিল্ডার। ২০২১ সালে লেস্টারের হয়ে ইংলিশ এফএ কাপ এবং ২০২১-২২ মৌসুমে ইংলিশ সুপার কাপ জিতেছিলো এই ফুটবলার। এছাড়া শেফিল্ডের হয়ে মাঠে নেমেছেন ৩৬ ম্যাচে। 

হামজা চৌধুরির ফুটবল ক্যারিয়ার শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং এটি এশিয়ান ফুটবলারদের জন্য অনুপ্রেরণার এক দৃষ্টান্ত। তার পরিশ্রম, প্রতিভা ও শিকড়ের প্রতি ভালোবাসা তাকে একজন অনন্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
 

আরবি/আরডি

Link copied!