বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৫:২৩ পিএম

ম্যানসিটিতে যাচ্ছেন রিয়াল তারকা!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৫:২৩ পিএম

ম্যানসিটিতে যাচ্ছেন রিয়াল তারকা!

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমটা ভালো কাটছে না ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গত ৪ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। তাছাড়া ইপিএলেও খুব একটা স্বস্তিতে নেই দলটি। সবশেষ নটিংহাম ফরেস্টের কাছে হেরে টেবিলের চার নম্বর স্থান হারাতে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের।

দলের কোচ পেপ গার্দিওলা অবশ্য চলতি মৌসুমে সব আশা ছেড়ে দিয়েছে। তিনি এখন আগামী মৌসুমের জন্য দল গোছাতে ব্যস্ত। এরইমধ্যে দলে ভিড়িয়েছেন, ওমর মারমৌশ, আবদুকোদির খুসানভের মতো খেলোয়াড়কে। এবার গুঞ্জন উঠেছে আগামী গ্রীষ্মে রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে দলে ভেড়াতে চায় সিটি।

শীতকালীন দলবদলে সিটি খরচ করেছে ১৭০ মিলিয়ন ইউরো। আগামী গ্রীষ্মেও তাদের আছে নানা পরিকল্পনা। আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লাদিও এচেভেরি দলের সাথে যোগ দিয়েছেন এরইমধ্যে। আগামী মৌসুমে নিয়মিত মাঠে দেখা যেতে পারে এই তরুণকে।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে কামাভিঙ্গা ।। ছবি: সংগৃহীত 

জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের ফ্লোরিয়ান প্লেটেনবার্গের তথ্য অনুযায়ী, ম্যান সিটি ‘সক্রিয়ভাবে’  কামাভিঙ্গার ওপর নজর রাখছে। কামাভিঙ্গার এজেন্সি একই গ্রুপ, যারা জানুয়ারিতে মারমুশের সিটিতে আসার ব্যবস্থা করেছিল।

এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেললেও কার্লো আনচোলত্তির শুরুর একাদশে নিয়মিত নন কামাভিঙ্গা। তবে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় এই মিডফিল্ডারকে দেখছে অনেক বিশ্লেষক। তাছাড়া ২০২৩ সালে রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তিতে স্বাক্ষর করেন কামাভিঙ্গা।

অন্যদিকে, সিটিও গ্রীষ্মের দলবদলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মিডফিল্ডারদের মধ্যে মাতেও কোভাচিচ, ইলকায় গুন্দোগান, বার্নার্দো সিলভা এবং এমনকি কেভিন ডি ব্রুইনেও ক্লাব ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। তাই কামাভিঙ্গার মতো প্রতিভাবান মিডফিল্ডারের দিকে নজর রেখেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

আরবি/আরডি

Link copied!