মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৯:৫০ পিএম

সেরা প্রতিভার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৯:৫০ পিএম

সেরা প্রতিভার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

ছবি: গোল ডটকম

মেসি-রোনালদো-নেইমারের ফুটবল ক্যারিয়ার শেষদিকে। নিজেদের সময়ে তারা ফুটবলকে দিয়েছেন দু’হাত ভরে। কিন্তু এদের যোগ্য উত্তরসূরী হবেন কারা! এমন প্রশ্নের জবাবে স্বাভাবিকভাবেই উঠে আসবে বার্সা তারকা লামিল ইয়ামাল, রিয়াল মাদ্রিদের ‘ওয়ান্ডার কিড’ এন্ড্রিকে কিংবা আর্জেন্টাইন ‘নতুন মেসি’ খ্যাত ক্লাদিও এচেভেরির নাম।

তবে আশ্চর্যের বিষয় ভবিষ্যত প্রজন্মের ফুটবলারদের এই তালিকায় আছেন এক বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়ের নাম! এমনটিই বলছে বিখ্যাত সংবাদমাধ্যম গোল ডটকম।

প্রতিবছর ‘নেক্সট জেনাশেন’ বা সেরা প্রতিভাবান ৫০ ফুটবলারের তালিকা প্রকাশ করে থাকে সংবাদ মাধ্যমটি। এবছরও তার ব্যতিক্রম হয়নি। যেসব খেলোয়াড়ের জন্ম ২০০৬ সালের্ ১ জানুয়ারী বা এর পরে এমন ৫০ জনের তালিকা প্রকাশ করেছে তারা।

সেই তালিকায় অনুমিতভাবে আছেন লামিল ইয়ামাল, এন্ড্রিকে, পাও কুবার্সি, এস্তোভাও উইলিয়ান। তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়ায় খেলা কাভান সুলিভান। তাকে সেরা প্রতিভার তালিকায় ৩০ নম্বরে রেখেছে গোল ডটকম।

ভক্তদের কাছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত সুলিভান মায়ের সূত্রে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত। তার মায়ের নাম হেইকে। সুলিভানের নানীর নাম সুলতানা আলম। তিনি বাংলাদেশি। সুলিভানের বাবা ব্রেন্ডন সাবেক ফুটবলার। সুলিভানের মাও ছিলেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ক্রীড়াবিদ।

মাত্র ১৫ বছর বয়সেই মেজর লিগ সকারের শীর্ষ পর্যায়ে খেলেছেন এই এটাকিং মিডফিল্ডার। গতবছর লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচেও তিনি ছিলেন শুরুর একাদশেই। তাছাড়া সবকিছু ঠিক থাকলে হয়তো এই ফুটবলার যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলবেন। এমনকি ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপ দলেও থাকতে পারেন তিনি।

গোল ডটকমের ‘নেক্সট জেনারেশন’ ফুটবলারের তালিকার শীর্ষে আছেন বার্সা ফরোয়ার্ড লামিল ইয়ামাল, দুইয়ে আছেন পালমেইরাসের এস্তেভাও। তিনে রাখা হয়েছে বার্সার পাও কুবার্সিকে। চারে পিএসজির জাইরি এমেরি ও পাঁচে আছেন রিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকে। সেরা দশে আর্জেন্টিনার ক্লদিও এচেভেরি, ইতালির ফ্রাঙ্কো কামার্দা জায়গা পেয়েছেন।

এছাড়া সেরা বিশে আছেন স্পোর্টিং সিপির ডিফেন্ডার কোয়েনদা, ফ্রান্সের মিডফিল্ডার আয়োব বুয়াদি, পর্তুগালের রদ্রিগো মোরা, ম্যানসিটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতর রেইস, আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তানতুনো, ইকুয়েডরের কেন্ড্রি পেরেজরা।

 

আরবি/আরডি

Link copied!