বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০১:৩৯ পিএম

বরখাস্ত হলেন দোরিভেল, নতুন কোচের খোঁজে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০১:৩৯ পিএম

বরখাস্ত হলেন দোরিভেল, নতুন কোচের খোঁজে ব্রাজিল

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কাছে লজ্জার হারের পর গুঞ্জন উঠেছিল বরখাস্ত হবেন ব্রাজিলের কোচ দোরিভেল জুনিয়র। এবার সেই গুঞ্জনই সত্য হলো। আনুষ্ঠানিকভাবে এই কোচকে বিদায় বলে দিয়েছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ।

কনমেবল অঞ্চল থেকে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে এখনও অনিশ্চিত ব্রাজিল। আর্জেন্টিনার সাথে হারার পর পয়েন্ট টেবিলের ৪ এ নেমে গেছে সেলেসাওরা। এতে শঙ্কা জেগেছে আগামী বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে।

ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর অবশ্য খুব একটা ভালো করেনি দোরিভেল। ১৬ ম্যাচে ৭ জয় ও ৭ ড্রয়ের সঙ্গে আছে ২টি হার দেখতে হয়েছে তাকে। আর তাই কোচ দোরিভেলের ওপর ভরসা রাখতে পারেনি সিবিএফ।

গতকাল সিবিএফের প্রধান কার্যালয় রিও দে জেনেইরোতে এক সভার পর দোরিভেলকে বরখাস্ত করেন সংস্থাটির প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। এছাড়াও ছাটাই করা হয়েছে সহকারী কোচ লুকাস সিলভেস্ত্রে ও পেদ্রো সোতেরো এবং ফিজিক্যাল ট্রেইনার সেলসে রেসেনদেকেও।

সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দোরিভেলকে ছাঁটাইয়ের বিষয়ে এদনালদো বলেন, ‘ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানাচ্ছে, দরিভাল জুনিয়র আর ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকছেন না। বোর্ড তার প্রতি কৃতজ্ঞ এবং তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামানা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ নতুন কোচ খোঁজার কাজ করবে।’

এদিকে দোরিভেলকে বরখাস্তের পরই নতুন কোচ খুঁজতে নেমে পড়েছে ব্রাজিল। তাদের পছন্দের তালিকার প্রথমেই থাকছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। তবে রিয়ালের সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে কার্লোর। তাছাড়া চলতি বছরই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের নেতৃত্বে দিবেন তিনি। এমন পরিস্থিতিতে ব্রাজিলের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে জর্জে জেসুস।

ব্রাজিলের জনপ্রিয় সংবাদ মাধ্যম গ্লোব বলছে, আনচেলত্তিকে না পেলে আরও একাধিক কোচের দিকে নজর আছে ব্রাজিলের। তবে দৌড়ে এগিয়ে আছেন পর্তুগিজ কোচ জোর্জে জেসুস। তিনি বর্তমানে আছেন সৌদি ক্লাব আল-হিলালে। কিন্তু, তাকে যদি নিয়োগ দেয়া হয় তাহলে নেইমারের দলে ফেরা কঠিন হয়ে উঠতে পারে। হিলালে থাকাকালীন কোচের সুনজরে ছিলেন না নেইমার।

আরবি/আরডি

Link copied!