মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৫:২৬ পিএম

মাঠে নামছে রিয়াল-বার্সা, দেখা যাবে পুরোনো লড়াই!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৫:২৬ পিএম

মাঠে নামছে রিয়াল-বার্সা, দেখা যাবে পুরোনো লড়াই!

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই দুই দলের ম্যাচ ঘিরে এক ভিন্ন উম্মাদনা থাকে ভক্ত-সমর্থকদের মাঝে। আগামী (৬ এপ্রিল) এমনই এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

ভারতের মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক এক ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে এ লড়াই হবে দুই দলের সাবেক কিংবদন্তিদের মধ্যে।

‘দ্য লিজেন্ড ফেস অফ’ নাম দেওয়া এই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে অধিনায়ক ঘোষণা করেছে দুই দল। ম্যাচে কাতালানদের নেতৃত্ব দেবেন কার্লোস পুয়েল। আর রিয়ালকে নেতৃত্ব দেবেন লুইস ফিগো।

বার্সা অধিনায়ক পুয়োল বলেছেন, ‘এই ম্যাচটি বিশেষ এক আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই উত্তেজিত। এখানকার ফুটবল ভক্তরা দুর্দান্ত। খেলার মাঠের অভিজ্ঞতা নিতে আমি মুখিয়ে আছি।’

ফিগো বলেন, ‘ভারতীয় ভক্তদের ফুটবলের প্রতি ভালোবাসা প্রতিদিনই বাড়ছে। মুম্বাইয়ে দুই জায়ান্টের ম্যাচভক্তদের বাড়তি আনন্দ দেবে। এই ম্যাচটি সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

বার্সেলোনার আরেক সাবেক তারকা ও কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের খেলা ফুটবলে সবসময়ই ভিন্ন এক মাত্রা ও উত্তেজনা যোগ করে। এই ঐতিহাসিক ম্যাচের অংশ হবার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। মুম্বাই, প্রস্তুত হও দারুণ এক ম্যাচ উপভোগের জন্য।’

বার্সেলোনা লিজেন্ড: কার্লেস পুয়োল (অধিনায়ক), জেসুস এ্যাঙ্গয়, ভিটোর বাইয়া, জোফরে মাতেও, ফার্নান্দো নাভারো, রবার্তো ট্রাসহোরাস, জেভিয়া সাভিয়োলা, ফিলিপ ককু, ফ্র্যাংক ডি বোয়ার, গিওভান্নি সলিভা, রিভালডো, মার্ক ভ্যালিয়েন্টে হার্নান্দেজ, লুডোভিক গিউলি, রিকার্ডো কুয়ারেসমা, গিজকা মেনডিয়েটা, সার্গি বারুওয়ান, জাভি, হোসে এডমিলসন গোমেস ডি মোরায়েস, প্যাট্যিক ক্লুইভার্ট।

রিয়াল মাদ্রিদ লিজেন্ড: লুইস ফিগো (অধিনায়ক), পেড্রো কনট্রিয়ার্স, কিকো ক্যাসিয়া, ফ্রান্সিসকো পাভোন, ফার্নান্দো সানজ, অগাস্টিন গার্সিয়া, পেড্রো মুনিটিস, রুবেন ডি লা রেড, এন্টোনিও টনি ডেল মোলার সেগুরা, জর্জ জোকো ওসটিজ, ইভান পেরেজ, জেসুস এনরিক ভেলাসকো মুনোজ, হোসে লুইন ক্যাবরেরা, হুয়ান হোসে ওলালা ফার্নান্দেজ, ডেভিড বালার তোরেস, ক্রিস্টিয়ান কারেমবু, ফার্নান্দে মরিয়েনটেস, পেপে, মাইকেল ওয়েন

আরবি/আরডি

Link copied!