ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে রাজি সামিত সোম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৪:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশ ফুটবলে আলোচিত নাম সামিত সোম। ভারতের হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশি বংশোদ্ভুত এই কানাডিয়ান বাংলাদেশ জাতীয় দলে নিজের খেলা প্রসঙ্গে বাফুফের কাছে দুই সপ্তাহের সময় চান।

অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) তিনি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। লাল-সবুজের জার্সিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান বলে বাফুফেকে জানিয়েছেন এই মিডফিল্ডার।

জানা যায় এরই মধ্যে সামিতের সম্মতিতে এরই মধ্যে তার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাফুফে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে অভিষেক করানোর চিন্তা করছে বাফুফে।

এ বিষয়ে বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম বলেন, ‘সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়ায় এগোতে হবে, কত দিন লাগবে এসব জানতে চেয়েছে সে।’

২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভুত এই খেলোয়াড়ের জন্ম কানাডায়। তার বাবা-মা দুজনই বাংলাদেশি। তাই তার পাসপোর্ট পাওয়া নিয়ে তেমন সমস্য দেখছে না বাফুফে।

তবে সামিত এরই মধ্যে কানাডার জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। তাই তার পাসপোর্ট করার নিয়ে ফিফার অনুমতির ব্যাপারও আছে।

বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির হয়ে খেলছেন সামিত। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭টি ও ২০১৮ সালে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন ৪টি ম্যাচ। ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন দুটি ম্যাচ।

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী।

সবশেষ গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী।