ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে বল টেম্পারিংয়ের অভিযোগে বড় ধরনের শাস্তির সম্মুখীন হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ভিরাসামি পারমল। গায়ানা হার্পি ঈগলসের হয়ে খেলতে গিয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড ফোর্সের বিপক্ষে ম্যাচে এ অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পারমলের পাশাপাশি শাস্তি পেয়েছেন তার সতীর্থ কেভলন অ্যান্ডারসনও।
জানা যায়, অভিযোগ স্বীকার করায় পারমলকে ম্যাচ ফি-এর ৭৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আরেক ক্রিকেটার অ্যান্ডারসনকেও একই শাস্তি দিয়েছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এছাড়া গায়ানা দলের আরেক ক্রিকেটার রোনাল্ডো আলিমোহামেদের বিরুদ্ধেও মাঠে অনুচিত আচরণের অভিযোগ উঠেছে। তিনি আম্পায়ার বা অন্য খেলোয়াড়ের দিকে বল বা বস্তু ছুঁড়ে মারার অভিযোগে লেভেল-২ ধারায় দোষী সাব্যস্ত হন।
প্রথমে রোনাল্ডো অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে তাকে দোষী ঘোষণা করে ম্যাচ ফি-এর ৬৫ শতাংশ জরিমানা করা হয়।
উল্লেখ্য, শাস্তিপ্রাপ্ত তিন খেলোয়াড়ের মধ্যে পারমলই একমাত্র যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেছেন। পারমল এখন পর্যন্ত ৯টি টেস্ট ৭টি ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক হয়। সর্বশেষ ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলেছিলেন এই বাঁহাতি স্পিনার।