আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। তবে আসন্ন এই সিরিজের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন পর্যন্ত এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এমন পরিস্থিতিতে সিরিজটি টিভিতে দেখানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো টিভিতে সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জিটিভিতে, মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।
তবে শেষ পর্যন্ত যদি বিসিবি এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারে তাহলে রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভি ও বিটিভি ওয়াল্ডে খেলা দেখানোর ব্যবস্থা হতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে দুই দল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।