গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছে ভারত। আর ভারতের এই সাফল্যের অন্যতম কারিগর শ্রেয়াস আয়ার। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছেন তিনি। এবার সেই দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার জিতলেন আইয়ার।
নিউজিল্যান্ডের দুই তারকা রাচিন রবীন্দ্র এবং জ্যাকব ডাফিকে পেছনে ফেলে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
মার্চ মাসে আইসিসির সেরা এই ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে করেন ২৩৪ রান। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই ক্রিকেটার।
এদিকে নারী ক্রিকেটারদের মধ্যে মার্চের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন অজি জর্জিয়া ভোল। তিনি পেছনে ফেলেছেন সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ডকে।