কাতারের দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ। মঙ্গলবার (২২ এপ্রিল) দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে কাতার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে তারা অংশ নেন।
এই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে দোহায় গেছেন চার নারী ক্রীড়াবিদ। এরা হলেন— জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফঈদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে পোজ দিচ্ছেন জাতীয় চার নারী ফুটবলার এবং ক্রিকেটার।
এর আগে, স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা।
উল্লেখ্য, দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।
আপনার মতামত লিখুন :