ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট

শান্তর দৃঢ়তায় বাংলাদেশের বড় সংগ্রহের আভাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৫:৪৭ পিএম
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে জুটি গড়লেন জাকের আলী অনিক। ছবি: সংগৃহীত

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ে থেকে ১১২ রানে এগিয়ে আছে টাইগাররা।

মঙ্গলবার (২২ মার্চ) তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা বন্ধ থাকে।

তিন ঘণ্টা পর খেলা শুরু হলে জিম্বাবুয়ে পেসারদের বাউন্সার বেশ ভোগায় আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মমিনুল হককে। দলীয় ৭৬ রানে মুজারাবানির শর্ট বল খেলতে গিয়ে বল তাঁর গ্লাভসে লেগে গেল প্রথম স্লিপে ক্রেইগ আরভিনের হাতে। ৬৫ বলে ৩৩ করে ফিরলেন বাংলাদেশি ওপেনার।

এরপর জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক। দু’জনের পঞ্চাশোর্ধ্ব জুটিতে লিড নেয় বাংলাদেশ।

এ সময় হাফসেঞ্চুরির পথে এগোতে থাকেন মমিনুল। তবে তা সম্ভব হয়নি। ব্যক্তিগত ৪৭ রানে উইকেটকিপার মায়াভোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল।

এরপর থিতু হতে পারেননি দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে স্লিপে আরভিনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

চা বিরতির পর ভালোই এগিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে যোগ্য সঙ্গ দেন তরুণ জাকের আলী অনিক। তবে আলোকস্বল্পতায় খেলা বন্ধ থাকার আগে ১০৩ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক। তাঁর সঙ্গী জাকের আলীর রান ২১।