ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশি নারী খেলোয়াড়দের সহায়তা করবে কাতার ফাউন্ডেশন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৪:১৯ পিএম
কাতার ফাউন্ডেশনের সিইও শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে বাংলাদেশি চার ক্রীড়াবিদসহ প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

বাংলাদেশি নারী খেলোয়াড়দের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। কাতার ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশে নারীদের জন্য খেলাধুলার সুযোগ ও অবকাঠামো উন্নয়নে তারা সহযোগিতা করবে।

কাতারের দোহায় অনুষ্ঠিত ‘আর্থনা’ সম্মেলনের এক ফাঁকে এ প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রধান নির্বাহী শেখা হিন্দ বিনতে হামাদ আল থানি।

বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে শেখা হিন্দ বলেন, ‘বাংলাদেশে নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ফাউন্ডেশন গঠনে সহায়তা করবে কাতার ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন শুধু খেলার সুযোগই নয়, বরং প্রয়োজনীয় অবকাঠামো যেমন আবাসন, জিমনেসিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, স্বাস্থ্যসেবা ও সভাকক্ষ তৈরিতেও ভূমিকা রাখবে।’

অধ্যাপক ইউনূস জানান, ফাউন্ডেশন গঠনের কার্যক্রম খুব দ্রুত শুরু হবে। তিনি কাতার ফাউন্ডেশনের কাছে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালুর পাশাপাশি আন্তর্জাতিক প্রশিক্ষক ও অতিথিদের আবাসনের ব্যবস্থাপনায় সহযোগিতা চান।

এর আগে ইউনূস সাক্ষাৎ করেন কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন ও কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে। দুই পক্ষের আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে কথা হয়। শেখ মোজা ভবিষ্যতে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।