ব্রাজিল জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের পেশাদার কার্যক্রম নিয়ে গুরুতর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, ফুটবল সংক্রান্ত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপের অভিযোগ উঠেছে ভিনির বিরুদ্ধে। তার বিরুদ্ধে এই অভিযোগ সত্য প্রমাণিত হলে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।
মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ভিনি একাধিক পেশাদার ফুটবল ক্লাবের মালিকানায় বিনিয়োগ করেছেন। যা আন্তর্জাতিক ফুটবল নিয়মের পরিপন্থি। এই অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হতে পারে।
জানা যায়, ব্রাজিলের তরুণ এই ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছে তিবেরিস হোলদিং দো ব্রাজিল নামক একটি প্রতিষ্ঠান। তাদের দাবি, ব্রাজিল তারকা ফিফার নিয়ম ভেঙেছেন, যেখানে স্পষ্টভাবে বলা আছে—কোনো পেশাদার ফুটবলার একাধিক ক্লাবের মালিক হতে পারবেন না।
তবে, অভিযোগের বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। যদিও সংস্থাটির নিয়ম অনুযায়ী, এই ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে দুই বছরের নিষেধাজ্ঞা।
এ ছাড়া ফিফা চাইলে বড় অঙ্কের আর্থিক জরিমানা করতে পারবে ভিনিকে। তবে এ ক্ষেত্রে ক্লাবের মালিকানার অংশবিশেষ ছাড়তে হবে তাকে।