অনির্দিষ্ট সময়ের জন্য ফুটবল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের সাবেক কোচ তিতে। মূলত মানসিক অবসাদ ও শারীরিক অসুস্থতা থেকে উত্তরণের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১৯ সালে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জেতা এই কোচ বেশ কয়েক দিন থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
গত আগস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এর পরের মাসেই তাকে ছাঁটাই করে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো।
এরপর স্বদেশের আরেক ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে আলোচনা চলছিল তার। এই সময়ই বিরতি নেওয়ার ঘোষণা দিলেন ৬৩ বছর বয়সী তিতে।
ছেলে মাথেউসের ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তিতে বলেন, ‘আমি উপলব্ধি করতে পেরেছি, এমন অনেক সময় আসে যখন নিজেকে বুঝতে হয় যে, একজন মানুষ হিসেবে আমি দুর্বল হতে পারি এবং স্বীকার করতে হবে যে, এটা অবশ্যই আমাকে আরও শক্তিশালী করে তুলবে।’
‘আমি যা করি সেটিতে আমার আবেগ রয়েছে। আমি তা অব্যাহত রাখব। তবে পরিবারের সঙ্গে কথা বলার পর এবং আমার শরীর যে সংকেতগুলো দিচ্ছে তা পর্যবেক্ষণ করার পর, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন সবচেয়ে ভালো কাজটি হলো, আমার ক্যারিয়ার থেকে বিরতি নেওয়া, যতদিন লাগে নিজের যত্ন নেওয়া।’
উল্লেখ্য, ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিতে।
কোচিং ক্যারিয়ারে ব্রাজিলের জাতীয় ছাড়াও করিন্থিয়ান্স, গ্রেমিও, আতলেতিকো মিনেইরো ও পালমেইরাসের কোচ ছিলেন তিনি। এ ছাড়া ২০১২ সালে কোপা লিবের্তাদোরেস ও ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি।