ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ডিপিএল

সৌম্য-ঝড়ে রূপগঞ্জের বড় জয় 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৬:০৪ পিএম
সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের ম্যাচে অগ্রণী ব্যাংককে ১০৩ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বুধবার (২৩ এপ্রিল) সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে সৌম্য সরকারের বিধ্বংসী ইনিংসে ভর করে ৩৩৩ রানের বড় সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

জবাবে ব্যাট করতে নেমে ২৩০ রানেই গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নামা রূপগঞ্জকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান আর তানজিদ তামিম। এ ওপেনার গড়েন ৮১ রানের জুটি। সাইফ ৬১ বলে ৪৩ আর তানজিদ ৩৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করেন।

এরপরই দেখা যায় সৌম্য ‘ম্যাজিক’। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাঠে ‘বিস্ফোরণ’ ঘটান সৌম্য। ৯২ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ বলে ১৫৩ রানে। তার ১৩৬.৬১ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল ১৭টি চার এবং ৬টি ছক্কার মার।

সৌম্যকে এদিন যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদী মারুফ (২৪) ও আফিফ হোসেন (৪৯*)। অগ্রণী ব্যাংকের হয়ে একটি করে উইকেট নেন শুভাগত হোম, আরিফ আহমেদ এবং জাহিদ জাভেদ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন অগ্রণী ব্যাংকের দুই ওপেনার ইমরানুজ্জামান (২৯) ও অমিত হাসান (১৮)। দলীয় ৪৭ রানে অমিতের বিদায়ের পরের ওভারে আউট হন ইমরানুজ্জামান।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক ইমরুল কায়েস। তবে ২২ গজে বেশিক্ষণ থিতু হতে পারেননি এ ব্যাটার। ১৫ বলে ২৩ রান করে বিদায় নেন তিনি।  

ঝোড়ো ব্যাটিং করেন শুভাগত হোমও। ১৮ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবে এরপর মার্শাল আইয়ুব বাদে কোনো ব্যাটার ভালো করতে পারেননি।

একপ্রান্ত আগলে ৯৬ বলে ৭৪ রান করেন মার্শাল। বাকিরা তেমন বড় ইনিংস খেলতে না পারায় ২৩০ রানে অলআউট হয়ে ম্যাচ হারে অগ্রণী ব্যাংক। তিন উইকেট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের সেরা বোলার সাইফ হাসান।