সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৫:২৭ পিএম

বাফুফের কাঠগড়ায় কোচ ক্যাবরেরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০৫:২৭ পিএম

বাফুফের কাঠগড়ায় কোচ ক্যাবরেরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ।। ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত ২৫ মার্চ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত ম্যাচটি জেতার মতো যথেষ্ট সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়ে দেশে ফিরতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং সহকারী কোচ হাসান আল মামুনকে আমন্ত্রণ করা হয়েছিল। যেখানে ভারত-বাংলাদেশের এ ম্যাচের বিষয়ে প্রশ্ন করা হয় তাদের।

বৈঠক শেষে বাফুফে সদস্য আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানান, কোচের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছিল, বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে দল কেন জিততে পারল না, সে বিষয় ঘিরে আলোচনা হয়েছে।

দলের ম্যানেজার আমের খানের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।

আগামী ১০ জুন এএফসি বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের পরিকল্পনা সম্পর্কেও কোচের কাছে জানতে চায় বাফুফে।

এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভুত ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ইসলামের দলে অন্তর্ভুক্তি নিয়ে মত দেয় বাফুফে। যাতে কোচ ক্যাবরেরা সম্মতি প্রদান করেন।

এ নিয়ে বাবু বলেন, ‘ফাহমিদুলকে নেওয়ার ব্যাপারে কোচ পজিটিভ। কোচ জানিয়েছেন ফাহমিদুল ইয়াং ফুটবলার।’

বাফুফের আরেক সদস্য ইকবাল হোসেন জানান, কোচ ফাহমিদুলকে নিয়ে আগ্রহী এবং তিনি জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-২৩ দলের জন্য বিবেচনায় আসতে পারেন।

জানা গেছে, ৩১ এপ্রিলের মধ্যে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে এবং সেখানে ফাহমিদুলের নাম অন্তর্ভুক্ত হতে পারে।

উল্লেখ্য, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে, ৫ জুন ঢাকায় একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। এ প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে ভুটান, সুদানসহ আরও কিছু দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান সংস্থাটির শীর্ষ কয়েকজন কর্মকর্তা।

আরবি/আরডি

Link copied!