ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

‘মনে হয় না তারা খেলা বোঝে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৮:০২ পিএম
সংবাদ সম্মেলনে তাইজুল ইসলাম । ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একাই ৫ উইকেট নিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। কিন্তু এর আগে সিলেট টেস্টে ব্যর্থ ছিলেন এই ক্রিকেটার। এতে মুখোমুখি হয়েছিলেন সমালোচনার।

চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট নেওয়ার পর সেই সমালোচকদের এক হাত দিলেন তাইজুল। সমালোচকদের উদ্দেশে তাইজুল আজ বলেছেন, ‘একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’

তাইজুলও স্বীকার করেছেন, সিলেট টেস্ট ভালো যায়নি তার জন্য। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই টেস্ট ক্যারিয়ারের ১৬তম পাঁচ উইকেট পেয়েছেন। বড় রানের পথে ছুটে চলা জিম্বাবুয়ে এখন তাই দিন শেষে ৯ উইকেট হারিয়ে করেছে ২২৭ রান। 

সিলেটে বাজে পারফরম্যান্সের পর চট্টগ্রামে পাঁচ উইকেট পাওয়া কতটা স্বস্তির? উত্তরে তাইজুল বললেন, ‘এটা সন্তুষ্টির বিষয়। কারণ একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে যেভাবে আমি বল করেছি, সেটা ভালো ছিল না। নিজেকে ফিরে পেয়েছি, এটা একটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দলকে আমি সাহায্য করতে পেরেছি।’

তৃতীয় সেশনে ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল। তবে শেষ পর্যন্ত তা পাওয়া হয়নি।

এমন সুযোগ কাজে লাগাতে না পারা প্রসঙ্গ উল্লেখ করে তাইজুল বলেন, ‘আফসোস নেই। হ্যাটট্রিক জীবনে বারবার আসে না। হয় নাই, একটু খারাপ তো লাগতেই পারে।’