সম্প্রতি নানা ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক সব নিয়েই রীতিমতো ঝড় বইছে ক্রিকেটাঙ্গনে। এরই মাঝে জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি।
রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় অনলাইনে (জুম) মিটিংয়ে বসবেন বিসিবির পরিচালকরা। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সব পরিচালকের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
সম্প্রতি বোর্ড সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগ ওঠে- তিনি বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। পরবর্তীতে জানা যায়, টাকার অঙ্কটি আরও বেশি। বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই প্রায় ২৫০ কোটি টাকা সরানো হয়েছে বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়।
যদিও পরবর্তীতে এর ব্যাখ্যা দেন বিসিবি বস। তবে বিসিবির এই ব্যাখ্যা নিয়েও চলছে নানা আলোচনা। তাই আজকে বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
এ ছাড়াও ডিপিএলের নানা ইস্যু ও বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক নিয়ে আলোচনা করা হবে এই সভায়।
আপনার মতামত লিখুন :