পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনকে ছাড়াই জয় পেয়েছে লাহোর কালান্দার্স। মুলতান সুলতানকে তারা হারিয়েছে ৫ উইকেটে।
শনিবার (২৬ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে মুলতানকে আগে ব্যাটিংয়ে পাঠায় লাহোর। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রানের সংগ্রহ দাঁড় করায় মুলতান।
৪৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়া ৩১ বলে ৫২ রান করে টিকে ছিলেন কামরান গুলাম। লাহোরের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন টম কারান, ড্যারিল মিচেল এবং হারিস রউফ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে মোহাম্মদ নাঈমের উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাহোর। এরপর পরিস্থিতি সামাল দেন ফখর জামান এবং আব্দুল্লাহ শফিক। ২২ বলে ২৮ রান করেন ফখর। ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন শফিক।
তবে মূল কাজটি করেন ড্যারি মিচেল এবং সিকান্দার রাজা। এই দুই ব্যাটারের টর্নেডো ইনিংসে জয় নিশ্চিত হয় লাহোরের। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তবে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রাজা। তার ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত হয় লাহোরের।
মুলতানের হয়ে ২ উইকেট নেন উবাইদ শাহ। ১টি করে উইকেট শিকার করেন আকিফ জাভেদ, জশ লিটল এবং মোহাম্মদ হাসনাইন।
আপনার মতামত লিখুন :