প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে দলের সাথে যোগ দিলেও একাদশে জায়গা পেতে তাকে লড়াই করতে হবে শক্ত প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে পেশোয়ার জালমির টিম হোটেলে পৌঁছান এই টাইগার পেসার।
টিম হোটেলে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে পেশোয়ার জালমি। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘নিজস্ব মহিমা নিয়েই পৌঁছালেন, স্কোয়াডে যোগ দিলেন নাহিদ রানা।’
আজ রোববার (২৭ এপ্রিল) কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে মাঠে নামবে নাহিদ রানার পেশোয়ার জালমি। তবে এই ম্যাচে তাকে খেলানো হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।
তা ছাড়া দলে জায়গা পেতে হলে তাকে লড়তে হবে দুই অভিজ্ঞ পেসার আলজারি জোসেফ ও লুক উডের সঙ্গে।
ক্যারিবীয় পেসার জোসেফ পিএসএলের চলতি আসরে ৫ ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট। অন্যদিকে, ইংলিশ পেসার লুক উড ৩ ম্যাচ খেলে ৬.৮১ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।
তবে দলের অন্য দুই বিদেশি স্পিন অলরাউন্ডার জর্জ লিন্ডে ও ব্যাটার ম্যাক্স ব্রায়ান্ট এখন পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি। যা রানার জন্য ইতিবাচক দিক হতে পারে।
ঢাকা ছাড়ার আগে আত্মবিশ্বাসী নাহিদ রানা বলেন, ‘নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।’