ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রিয়াল এ বছর আমাদের সামলাতে পারবে না: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৩:৩৩ পিএম
বার্সা ফরোয়ার্ড লামিন ইয়ামাল ।। ছবি: সংগৃহীত

কোপা দেল রের ফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। এই ম্যাচে কোনো গোল না পেলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তরুণ লামিন ইয়ামাল। এদিন রিয়ালের রক্ষণকে নাকানি-চোবানি খাইয়েছেন এই ফরোয়ার্ড।

রিয়ালের বিপক্ষে ফাইনাল নিয়ে ম্যাচের আগেই সতীর্থ রোনাল্ড আরাউহোর সঙ্গে কথোপকথন করেছিলেন ইয়ামাল।

গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে সেই কথোপকথন তুলে ধরে ইয়ামাল বলেন, ‘ম্যাচের আগে হোটেলে থাকতে যখন আলোচনা করছিলাম, তখন আমি রোনাল্ড আরাহোকে বলেছিলাম, যদি তারা (রিয়াল মাদ্রিদ) একটি গোল করে কোনো সমস্যা নেই। যদি দুই গোলও করে, তাতেও সমস্যা নেই। তারা আমাদের এ বছর সামলাতে পারবে না। আমরা এটা করে দেখিয়েছি।’

চলতি মৌসুমে তিনবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছে বার্সেলোনা। যেখানে সবক’টি ম্যাচে জিতেছে কাতালানরা।

এর আগে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা। গত বছর লা লিগায় মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকোতে’ ইয়ামালরা জিতেছিল ৪-০ গোলে।

আগামী ১১ মে লা লিগায় ঘরের মাঠে রিয়ালকে আতিথ্য দেবে বার্সা। যে ম্যাচ জিতলে বার্সার লিগ জয়ও অনেকটা নিশ্চিত হয়ে যাবে। বর্তমানে লা লিগায় রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে বার্সা।