প্রায় এক দশকেরও বেশি সময় ধরে জিম্বাবুয়ের সাথে জেতাটা অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ। তবে সেই অভ্যাস ভেঙে সবশেষ সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। আর এতে সমালোচনার মুখে পড়েছে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও তার শিষ্যরা।
এ অবস্থায় বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স।
আজ রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে বলব, ধৈর্য ধরুন। আমি জানি, এখানে খেলাটার প্রতি এবং বাংলাদেশের ভালো করার ব্যাপারে আবেগটা কেমন। তবে আমি আপনাদের ধৈর্য ধরতে অনুরোধ করব। কারণ, আমরা ঠিক কাজটা করার চেষ্টা করছি, যাতে ভালো খেলতে পারি, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু ঠেকিয়ে ঠেকিয়ে ২০০ রান করার চিন্তা নেই। আপনারা বারবার বলছেন, পরিবর্তনের কথা। আমরা যেখানে যেতে চাই, তার জন্য কিছুটা সময় লাগবেই।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ১৯১ রানেই অলআউট হয়ে গিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসেই পিছিয়ে গিয়েছিল ৮২ রানে। পরের ইনিংসে আশা জাগিয়েও ২৫৫ রানে থামে বাংলাদেশ।
মূলত ব্যাটারদের এমন ব্যর্থতায় সিলেট টেস্টে বাংলাদেশের হারের কারণ। তাই ব্যাটারদের বার্তা দিয়ে কোচ বলেন, ‘কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে। এক–দুই–তিন টেস্ট ম্যাচে এটা হবে না।’
আপনার মতামত লিখুন :