টেনিসের দুই মহাতারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদল আগেই অবসর নিয়েছেন। এ বার টেনিস কোর্টকে বিদায় জানাতে যাচ্ছেন নোভাক জোকোভিচ। মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর এমন ইঙ্গিত দিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের এই মালিক।
বেশ কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন নোভাক। ২০২৩ সালে ইউএস ওপেন জেতার পর আর একটি ট্রফিও ছুঁয়ে দেখা হয়নি এই তারকার। অখ্যাত খেলোয়াড়েরাও তাকে হারিয়ে দিচ্ছেন।
সবশেষ মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে মাত্তেয়ো আর্নাল্ডির কাছে জোকোভিচ ৩-৬, ৪-৬ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন।
এদিন ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘হারলে কারোরই ভাল লাগে না। আমিও হতাশ। এ বছর কয়েকটা প্রতিযোগিতায় প্রথম রাউন্ডেই হেরে গেলাম। খুবই দুর্ভাগ্যজনক। তবে যেভাবে বা যে মানের টেনিস খেলতে চাই, সেটা পারছি না। চেষ্টা করেও প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারছি না। আমার থেকে ভাল খেলোয়াড়ের কাছেই হেরেছি।’
অবসরের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘মাদ্রিদে আবার ফিরে আসব। তবে হয়তো খেলোয়াড় হিসাবে নয়। তেমন আশা করছি না। আবার খেলোয়াড় হিসাবে ফিরতেও পারি। আসলে এখন এক-দুটো ম্যাচ জেতার চেষ্টা করছি। কোনো প্রতিযোগিতাতেই বেশি দূর যাওয়ার কথা ভাবছি না। এটাই আমার নতুন বাস্তব।’
জকোভিচ বলেছেন, ‘২০ বছরের বেশি পেশাদার টেনিস খেলছি। যে ভাবনা নিয়ে এত দিন খেলেছি, তার সঙ্গে এখনকার ভাবনাটা মিলছে না। অন্য রকম অনুভূতি হচ্ছে। কোর্টে নামার পর এই রকম অনুভূতি আমার কাছে মানসিক চ্যালেঞ্জ। সব প্রতিযোগিতা থেকে দ্রুত ছিটকে যাচ্ছি। দু’একটা ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে কোর্টে নামছি! এটাই হয়তো জীবনের বৃত্ত। খেলোয়াড় জীবন হয়তো এভাবেই শেষ হয়। অবশেষে সময়টা আমার সামনেও চলে এল।’
আপনার মতামত লিখুন :