রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয়তায় ভরা ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছে বার্সেলোনা। আর এ জয়ের ‘মাস্টার মাইন্ড’ হ্যান্সি ফ্লিক। তার সামনে রয়েছে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ের সুযোগ। আর এই লক্ষ্যে পৌঁছাতে হলে দলকে জিততে হবে লা-লিগা আর চ্যাম্পিয়নস লিগ।
শনিবার (২৬ এপ্রিল) সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুজায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
কাতালানদের সামনে সুযোগ আছে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করার। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। তাছাড়া নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৪ পয়েন্ট কম নিয়ে আছে টেবিলের দুই নম্বরে।
এছাড়াও চ্যাম্পিয়নস লিগের শিরোপাও হাতছানি দিচ্ছে হ্যান্সি ফ্লিককে। এরই মধ্যে দলটি পৌঁছে গেলে ইউরোপের শ্রেষ্ঠত্বের এই আসরের সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। আগামী বুধবার সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দু’দল।
তবে আপাতত সবাই মিলে কোপা দেল রের শিরোপা জয় উদযাপন করতে চান ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই জার্মান কোচ বলেন, ‘এটা এক কথায় নিখুঁত একটি রাত। আমি খুব গর্বিত। তারা যা করছে, যেভাবে লড়াই করছে, তা আমার কাছে বিস্ময়কর। তারা যা করে, কখনও হাল ছাড়ে না, এমন মনোভাবের সত্যিই প্রশংসা করি। আমার মনে হয়, ক্লাব, সমর্থকসহ সবাই এই দল নিয়ে গর্বিত।’
তিনি আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোর মতো ম্যাচে শিরোপা জেতা সব সময়ই বিশেষ কিছু। খেলোয়াড়দের জন্য আমি আনন্দিত এবং গ্যালারিতে থাকা হাজার হাজার সমর্থকদের জন্যও, তাদের এই শিরোপাটি প্রাপ্য ছিল। এখন আমাদের অবশ্যই উদযাপন করতে হবে এবং তারপরে লক্ষ্য হওয়া উচিত হবে রিকভার, রিকভার ও রিকভার। ট্রেবল জেতার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।
রিয়ালের বিপক্ষে এদিন দুর্দান্ত ছিল বার্সা। বিশেষ করে দলের হার না মানার মানসিকতায় হয়েছেন ফ্লিক। আর তাই তিনি মনে করেন, নিজেদের শান্ত রাখতে পারলে আকাশ ছুঁতে পারবে তার দল।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘মৌসুমের শুরুতে বলেছিলাম, ড্রেসিংরুমে ভালো পরিবেশ তৈরি করতে সহকারীদের সঙ্গে আমি এখানে এসেছি। আমি তাদের দেখাতে চেয়েছিলাম যে, খেলাটি উপভোগ করা যায় এবং এভাবে সর্বোচ্চ পর্যায়ে খেলা যায়। আমি মনে করি, ড্রেসিংরুমে সেই পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ এবং মূল বিষয়।’
লা লিগায় বার্সার পরের ম্যাচ ভায়োদলিদের বিপক্ষে। এরপর আগামী ১১ মে আরেকটি ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়ালের সাথে। আর সেই ম্যাচটিকেই মনে করা হচ্ছে এবারের লা লিগার শিরোপা নির্ধারণী লড়াই।
আপনার মতামত লিখুন :