ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ৯ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে তাদের অবস্থান ১০ নম্বরে। আসরের শুরুতে অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াড থাকলেও টানা ব্যর্থতা এবং ইনজুরির কারণে এ দায়িত্ব পড়ে মহেন্দ্র সিং ধোনির কাঁধে।
এমন পরিস্থিতিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন উঠেছে। আগামী মৌসুমেও এই ৪৩ বছর বয়সী এই তারকাকে দেখা যাবে কিনা তা নিয়ে ক্রিকেট মহলে নানা বিতর্ক আছে।
তবে চেন্নাইয়ের সাবেক ব্যাটসম্যান সুরেশ রায়না মনে করেন, ধোনি আগামী মৌসুমেও খেলবেন।
সম্প্রতি ক্রীড়া উপস্থাপক যতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে রায়না বলেন, ‘আমি আশা করি, পরবর্তী মৌসুমে চেন্নাই ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আর ধোনি অবশ্যই আরও এক মৌসুম খেলবেন।’
চলতি মৌসুমে চেন্নাইয়ের পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে গিয়ে রায়না বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—প্রতিটি বিভাগেই দল খুব বাজেভাবে খেলেছে। পরের মৌসুমের জন্য নিলামকে ভিত্তি হিসেবে তৈরি করতে হবে।’
নিলামে ধোনির ভূমিকা নিয়ে রায়না জানান, ‘সবসময় বলা হয় ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। কিন্তু বাস্তবতা হলো, আমি কখনো নিলামের অংশ হইনি, এবং ধোনি খুব বেশি জড়িত থাকেন না। তিনি হয়তো ৪-৫ জন খেলোয়াড়ের নাম দেন, তবে মূল সিদ্ধান্ত নেয় কোর গ্রুপ।’
এবছর ধোনি ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি, তবে রায়নার মতে, ৪৩ বছর বয়সী একজন খেলোয়াড়ের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করা ঠিক নয়।
তিনি বলেন, ‘ধোনি কেবল তার নাম, ব্র্যান্ড এবং ভক্তদের জন্য খেলছেন—তা-ও পুরো চেষ্টা দিয়ে। উইকেটকিপিং করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, নিজের সেরাটা দিচ্ছেন। কিন্তু বাকি দশজন কী করছে? যারা ১৮ কোটি, ১৭ কোটি, ১২ কোটির চুক্তিতে খেলছে—তারা অধিনায়কের জন্য কী করছে?’