বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ‘নিউজিল্যান্ড এ’ দল ঘোষণা করা হয়েছে। যেখানে জায়গা পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়া মুহাম্মদ আব্বাস। সোমবার (২৮ এপ্রিল) আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এই দলে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন খেলোয়াড় ডাক পেলেও তেমন কোনো তারকা নেই। সাদা বলে নিউজিল্যান্ডের নেতৃত্বে থাকবেন নিক কেলি। আর লাল বলের সিরিজে অধিনায়ক হিসেবে থাকবেন জো কার্টার।
প্রসঙ্গত, সূচি অনুযায়ী আগামী ১ মে বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৫ মে সিলেটে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ৭ ও ১০ মে। সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এরপর হবে দুটি চার দিনের ম্যাচ। প্রথম চার দিনের ম্যাচটিও হবে সিলেটে, যা শুরু হবে ১৪ মে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ মে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ।
একনজরে দুই দলের স্কোয়াড
বাংলাদেশ ‘এ’ : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ
হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভির ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।
নিউজিল্যান্ড ‘এ’: মোহাম্মদ আব্বাস, আদিল অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফকস, ডিন ফক্সক্রফট, মিচ হে, কার্টিস হিফি, নিক কেলি (সাদা বলের অধিনায়ক), জায়ডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ, ডেল ফিলিপস।
আপনার মতামত লিখুন :