ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

আবারও জরিমানা গুনলেন ঋষভ পন্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৪:২৭ পিএম
ঋষভ পন্ত। ছবি: সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর স্লো ওভার রেটের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্ত। এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই অপরাধে শাস্তি দেওয়া হয়েছে দলটিকে।

রোববার (২৭ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬১ রানে গুটিয়ে যায় লখনৌ সুপার জায়ান্টস।

এ ম্যাচে স্লো ওভার রেটের অভিযোগ ওঠে পন্তের দলের বিরুদ্ধে, যা ছিল চলতি আসরে তাদের দ্বিতীয়বারের মতো নিয়ম ভঙ্গ।

আইপিএলের কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, একাধিকবার স্লো ওভার রেটের নিয়ম ভাঙলে কড়া শাস্তির বিধান রয়েছে। সেই অনুযায়ী, অধিনায়ক ঋষভ পন্ত ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এ ছাড়াও দলের অন্যান্য খেলোয়াড়, যাদের মধ্যে ইমপ্যাক্ট সাবস্টিটিউটও রয়েছেন, প্রত্যেককে ম্যাচ ফি’র ২৫ শতাংশ বা প্রায় ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, আইপিএল চলতি মৌসুমে শুরুটা ভালো করে লখনৌ। তবে সম্প্রতি ছন্দ হারিয়েছে দলটি। সবশেষ ৫ ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে তারা।